এক ম্যাচ খেলেই বাদ পড়লেন লিটন দাস

সংগৃহীত ছবি

অভিষেক ম্যাচে বাজে পারফর্ম করার ফল হাতেনাতে পেলেন লিটন কুমার দাস। আজ রবিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স একাদশে তার নাম নেই। লিটনের বদলে কলকাতার হয়ে আইপিএল অভিষেক হচ্ছে ডেভিড ওয়াইজের। 

অন্যদিকে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি। কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ধোনিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন নাইট অধিনায়ক নীতিশ রানা। নাইট একাদশে আরও একটি পরিবর্তন আছে। মনদীপ সিংয়ের জায়গায় এসেছেন জগদীশন। 

গত ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল অভিষেক হয় লিটন দাসের। কিন্তু অভিষেকটা তার জন্য মোটেও ভালো হয়নি। চোখ ধাঁধানো কাভার ড্রাইভে রানের খাতা খুললেও বাজে শটে আউট হন ওই ৪ রানেই। এরপর কিপিং গ্লাভস হাতেও ব্যর্থ হয়েছেন লিটন। দিল্লির ইনিংসের ১৮তম ওভারে সহজ স্টাম্পিং মিস করেন।

সেটাও আবার ললিত যাদবের, যিনি লিটনের ক্যাচ নিয়েছিলেন। পরের ওভারে আবারও অক্ষর প্যাটেলকে সহজ স্টাম্পিং করতে ব্যর্থ হন লিটন! সেই ম্যাচে দিল্লির প্রথম জয়ের পেছনে লিটনের এই ব্যর্থতাকেই দায়ী করছেন নাইট সমর্থকেরা।

LEAVE A REPLY