মাঠ ও মাঠের বাইরে তার মাথা এতটাই ঠাণ্ডা থাকে যে উপাধি হয়ে গেছে ‘ক্যাপ্টেন কুল’। তিনি মহেন্দ্র সিং ধোনি। ২২ গজে তাকে মাথা গরম করতে খুব একটা দেখা যায়নি। ২০১৫ সালে একবার মুস্তাফিজুর রহমানের ওপর চটে গিয়েছিলেন। কিন্তু এর চেয়েও মারাত্মক কাহিনি শোনালেন ধোনির একসময়ের সতীর্থ হরভজন সিং। একবার নাকি ধোনি এতটা জোরে তার ব্যাটটা ছুড়ে মেরেছিলেন যে ব্যাটের হ্যান্ডেলটাই ভেঙে গিয়েছিল!
সম্প্রতি স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেওয়ার সময় হরভজন সিংকে প্রশ্ন করা হয়েছিল যে সাজঘরে কোনো সময়ে ধোনিকে তিনি মাথা গরম করতে দেখেছেন কি না? জবাবে হরভজন জানান, ঝাড়খণ্ডে চেন্নাই সুপার কিংসের অনুশীলনের একটা ঘটনা। তার ভাষায়, ‘আমরা ঝাড়খণ্ডে খেলছিলাম। ওয়ার্ম আপ সেশনে আমরা কয়েকটা ম্যাচ খেলছিলাম। আমরা নিজেরা নিজেদের মধ্যে দল গঠন করে খেলছিলাম। ধোনির টিম সেই লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছিল। একেবারে শেষে ব্যাট করতে এসেছিল ধোনি। সেই সময়েই এত জোরে ও নিজের ব্যাটটা ছুড়ে মেরেছিল যে ব্যাটের হ্যান্ডেলটাই ভেঙে গিয়েছিল!’
উল্লেখ্য, ২০১৮ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হরভজন সিং। ফাইনালে সেবার তারা সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল। চলতি আইপিএলে গতকাল রবিবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আপাতত আইপিএলের পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে ধোনির চেন্নাই। সাত ম্যাচ খেলে তাদের জয় পাঁচটিতে।