ছবি : ভিডিও থেকে নেওয়া
আইপিএলের মঞ্চে গতকাল রবিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি। চিন্নাস্বামীতে রাজস্থানকে ৭ রানে হারিয়েছে ব্যাঙ্গালোর। অধিনায়ক ফ্যাফ ডুপ্লসি ইনজুরিতে থাকায় গত দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কোহলি। আর দুটি ম্যাচই জিতেছে ব্যাঙ্গালোর। তাই হয়তো ম্যাচ শেষে স্ত্রীর সঙ্গে নাচতে দেখা গেল কোহলিকে।
আনুশকা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে, ব্যাঙ্গালোরের ড্রেসিংরুমে নাচছেন কোহলি আর আনুশকা। ভিডিওর ক্যাপশনে আনুশকা লিখেছেন, ‘ডান্স পে চান্স।’ অর্থাৎ, সুযোগ পেলেই নাচো। আনুশকার প্রথম ছবি ‘রব নে বনা দি জোড়ি’তেও এই গান ছিল। কোহলি নৃত্যশিল্পী না হলেও আনুশকার সঙ্গে যেভাবে নেচেছেন, সেটাই সবার মন জিতে নিয়েছে।
উল্লেখ্য, গতকাল রবিবার ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম বলেই এলবিডব্লুউ হয়ে যান কোহলি। আড়াআড়ি শট খেলতে গিয়ে তিনি বলের লাইন মিস করেন। বল গিয়ে লাগে তার প্যাডে। চলতি আসরে দারুণ ছন্দে থাকা কোহলি সব মিলিয়ে আইপিএলে মোট ৭ বার প্রথম বলে আউট হয়েছেন। এর মাঝে ২৩ এপ্রিল তারিখটিতেই আউট হয়েছেন তিনবার! সব মিলিয়ে আইপিএলে তার ‘ডাক’ এর সংখ্যা ১০টি।