ম্যানসিটি-ম্যানইউ ফাইনাল, যা বললেন টেন হাগ

ব্রাইটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার রাতে সেমিফাইনালে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জিতেছে ম্যানইউ। আগামী ৩ জুন ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।

এফএ কাপের ১৫২ বছরের ইতিহাসে ফাইনালে এই প্রথম দেখা যাবে ম্যানচেস্টার ডার্বি। আর এই ডার্বি জিততে ইউনাইটেড সম্ভাব্য সব কিছুই করবে বলে জানান কোচ টেন হাগ। ব্রাইটনের বিপক্ষে জয়ের পর তিনি বলেন,  ‘আমরা নিজেদের সব কিছু উজাড় করে দেব। আমি যখন বলছি সব কিছু, এর মানে সব কিছুই। শতভাগের বেশি যতটা সম্ভব করা যায়, ততটাই। সমর্থকরা এই ভরসা রাখতে পারেন। সিটির বিপক্ষে আমরা তা করে দেখাতে চাই, ভক্তদের উপহার দিতে চাই। আশা করি, আমরা নিখুঁত ম্যাচ খেলব।’

এফএ কাপের ফাইনালে উঠলেও প্রিমিয়ার লিগে শিরোপা দৌড় থেকে অবশ্য অনেকটাই ছিটকে গেছে ম্যানইউ। ২০ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে আছে তালিকার চতুর্থ স্থানে। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট পেতে হলে সেরা চারে থেকে মৌসুম শেষ করতে হবে তাদের। তাই এফএ কাপের পাশাপাশি সেখানেও দৃষ্টি টেন হাগের, ‘এর আগে আমাদের অন্য জায়গাতেও মানোযোগ দিতে হবে, শীর্ষ চারে (প্রিমিয়ার লিগে) থাকতে হবে আমাদের।’

LEAVE A REPLY