মেসিকে পিএসজি ছাড়তে দেবেন না এমবাপ্পে!

ফরাসি জায়ান্ট পিএসজির তিন সুপারস্টারের মাঝে যে সম্পর্ক ভালো নয়, সেটা অনেক দিন ধরেই ‘ওপেন সিক্রেট’। সবাই জানে কিলিয়ান এমবাপ্পে নাকি নেইমার এবং মেসিকে দেখতে পারেন না। তা ছাড়া নেইমারকে তাড়াতে উঠেপড়ে লেগেছিলেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। কিন্তু চোটের কারণে নেইমার ছিটকে যেতেই বদলে গেছে দৃশ্যপট! এখন নাকি এমবাপ্পে আর মেসির মাঝে গলায় গলায় ভাব। অন্তত ফরাসি মিডিয়া এমনটাই দাবি করছে।

কিছুদিন ধরেই মেসির পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফেরার গুঞ্জন চলছে। গোপনে গোপনে নাকি দুই পক্ষের মাঝে কথা চালাচালিও হচ্ছে। চলতি মৌসুমের পরই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। এই শেষবেলায় নেইমারের অনুপস্থিতিতে পিএসজিতে মেসি-এমবাপ্পে জুটি বেশ জমে উঠেছে। চলতি মৌসুমে ফ্রেঞ্চ লি ‘আঁ’তে এমবাপ্পের ২২ গোলের ১০টিই এসেছে মেসির অ্যাসিস্ট থেকে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কোনো ফুটবলারই একই সতীর্থকে এতবার অ্যাসিস্ট করেননি।

পিএসজির এমন আবহে ফরাসি গণমাধ্যম ‘লেকিপ’ দাবি করছে, এমবাপ্পে নাকি এই মুহূর্তে মেসির দারুণ ভক্ত হয়ে গেছেন। তিনি চান না মেসি পিএসজি ছেড়ে চলে যান। পিএসজির হয়ে একটি চ্যাম্পিয়নস লিগ জেতার জেদ যেন চেপে বসেছে এমবাপ্পের মধ্যে। আর সেই জেদ পূরণ করতে হলে মেসিকে পাশে পাওয়াটা খুব দরকার। তাই মেসিকে নাকি যেকোনো মূল্যে পিএসজিতে রাখতে চান এমবাপ্পে। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, এমবাপ্পের সমান বেতন চাইছেন মেসি। যেটা তাকে দিতে রাজি হচ্ছে না পিএসজি।

LEAVE A REPLY