বিশ্বে সোনা মজুদে ৬৬তম অবস্থানে বাংলাদেশ

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ হিসেবে ১৪ টন সোনার মজুদ নিয়ে বিশ্বে ৬৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল চলতি মাসে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা মজুদ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। সেখানেই এ তথ্য দেওয়া হয়েছে। 

যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীর ব্যাংকে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ সোনা রিজার্ভ রয়েছে, যার পরিমাণ ৮১৩৩ দশমিক ৫০ টন। ইউরোপের দেশ জার্মানি রয়েছে দ্বিতীয় অবস্থানে। দেশটির মজুদ প্রায় তিন হাজার ৩৫৫ টন। জার্মানির পর তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। দেশটিতে রয়েছে প্রায় দুই হাজার ৪৫২ টন সোনা। এর পরের তিনটি দেশ যথাক্রমে রাশিয়া, চীন ও সুইজারল্যান্ড।

রিজার্ভ বহুমুখীকরণের জন্য বিশ্বের বেশিরভাগ দেশই সোনা মজুদ রাখে। বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে এক যুগ আগে ১০ টন সোনা সংগ্রহ করেছিল। বর্তমানে দেশটিতে ব্যাংকের মজুদ সোনার পরিমাণ দাঁড়িয়েছে ১৪ টনে। ৭৯০ টন সোনার মজুদ নিয়ে নবম অবস্থানে রয়েছে ভারত। পাকিস্তানের অবস্থান ৪৬তম। বাংলাদেশের চেয়ে পাকিস্তানের মজুদ বেশি হলেও তাদের বৈদেশিক মুদ্রার প্রায় ৪৪ শতাংশই সোনা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে,   বাংলাদেশে যে ১৪ টন সোনা মজুদ রয়েছে, তা বৈদেশিক মুদ্রার রিজার্ভের দুই দশমিক ৬০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের মজুদ সোনার মধ্যে ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে রয়েছে পাঁচ হাজার ৮৭৬ কেজি, যা মোট সোনার ৪২ শতাংশ। এ ছাড়া ৪১ শতাংশ রয়েছে লন্ডনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসি ব্যাংকে। বাকি দুই হাজার ৩৬২ কেজি সোনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে।

বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা কমবেশি দুই হাজার ডলারে বিক্রি হচ্ছে। এ হিসাবে বাংলাদেশ ব্যাংকে মজুদ থাকা সোনার মূল্য দাঁড়িয়েছে ৯০ কোটি ডলার। প্রতি ডলার ১০৬ টাকা হিসাবে যার বর্তমান বাজারমূল্য প্রায় ৯ হাজার ৫৬৫ কোটি টাকা।

এছাড়া দাম বাড়তে থাকায় বাংলাদেশ ব্যাংকে থাকা মজুদ সোনার দামও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিবেদনে গত ৩০ জুন রিজার্ভের সোনার মূল্য দেখানো হয়েছে সাত হাজার ৬৬০ কোটি টাকা। দাম বাড়তে থাকায় মজুদ থাকা সোনার মূল্যও বেড়েছে।

LEAVE A REPLY