‘ফিল্মফেয়ার ২০২৩’-এর মনোনয়ন পেলেন যারা
ভারতের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় ফিল্মফেয়ারকে। প্রতিবছর ইন্ডাস্ট্রিতে সেরা কাজের স্বীকৃতি স্বরুপ দেয়া হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবছরও বেশ জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজিত হতে যাচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ইতিমধ্যেই ‘৬৮তম ফিল্মফেয়ার পুরষ্কার ২০২৩’-এর মনোনয়ন ঘোষণা করা হয়েছে এবং এতে সেরা পারফরম্যান্স, সেরা চলচ্চিত্র এবং সেরা তারকাগন মনোনীত হয়েছেন যারা গত বছর আলোড়ন সৃষ্টি করেছিলেন।
৬৮তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে শিল্পী, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ১৯টি ক্যাটাগরিতে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ সিনেমাটি মোট দশটি বিভাগে মনোনীত হয়েছে যার মধ্যে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মিউজিক অ্যালবাম, সেরা ডেবিউ (পুরুষ) রয়েছে। অন্যদিকে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে। ‘বাধাই দো’, ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’র মতো আলোচিত সিনেমাও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছে।

সেরা অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন অজয় দেবগন ( দৃশ্যম ২), অমিতাভ বচ্চন (উঁচাই), অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস), হৃতিক রোশন (বিক্রম বেধা), কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ২) ও রাজকুমার রাও (বাধাই দো)।
সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি), ভূমি পেডনেকার (বাধাই দো), জাহ্নবী কাপুর (মিলি), কারিনা কাপুর (লাল সিং চাড্ডা) ও টাবু (ভুল ভুলাইয়া ২)। এছাড়াও সেরা গায়ক হিসেবে মনোনয়ন পেয়েছেন অরিজিৎ সিং, অভয় যোধপুরকর ও সোনু নিগম। সেরা গায়িকা হিসেবে জাহ্নবী শ্রীমঙ্কর, জনিতা গান্ধী, কবিতা শেঠ, শিল্পা রাও এবং শ্রেয়া ঘোষাল মনোনয়ন পেয়েছেন।
এ বছর ফিল্মফেয়ার সঞ্চালনা করবেন মেগাস্টার সালমান খান। তার সঙ্গে সহ-সঞ্চালনার দায়িত্বে থাকবেন আয়ুষ্মান খুরানা এবং মনীশ পল। অভিনেতা ভিকি কৌশল, গোবিন্দ, টাইগার শ্রফ, জাহ্নবী কাপুর এবং জ্যাকুলিন ফার্নান্দেজও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে জানা গেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস