এরিন ডার্ক ও ড্যানিয়েল র্যাডক্লিফ
নতুন অধ্যায়ের সূচনা ‘হ্যারি পটার’-এর জীবনে। প্রথমবারের মতো বাবা হলেন হলিউডের ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন ড্যানিয়েলের এক দশকের প্রেমিকা এরিন ডার্ক। সম্পর্কের ১০ বছর পরে ড্যান ও এরিনের পরিবারে এলো নতুন সদস্য। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, খুদে সদস্যের আগমনে ভীষণ খুশি তারা দুজনই।
২০১৩ সালে ‘কিল ইউর ডারলিংস’ সিনেমার শুটিংয়ে ড্যানিয়েল র্যাডক্লিফ ও এরিন ডার্কের প্রথম দেখা হয়। এতে কবি অ্যালেন গিনসবার্গ চরিত্রে অভিনয় করেন র্যাডক্লিফ। কবির প্রেমিকা গোয়েনডোলিনের ভূমিকায় ছিলেন এরিন ডার্ক। ১০ বছর ধরে এক ছাদের নিচে আছেন ৩৩ বছর বয়সী ড্যানিয়েল র্যাডক্লিফ ও ৩৮ বছর বয়সী এরিন ডার্ক। এবার নতুন মানুষ যুক্ত হলো তাদের জীবনে।
‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের বদৌলতে সিনেপ্রেমীদের কাছে পরিচিত মুখ ড্যানিয়েল। অন্যদিকে ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারেকাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক। অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো সিনেমা এবং সিরিজে। ২০১৬ সালে ড্যানিয়েলের সঙ্গে ‘ডোন্ট থিংক টোয়াইস’ সিনেমাতেও অভিনয় করেছেন এরিন। তবে শুধু অভিনয় নয়, এরিনের সঙ্গে ভবিষ্যতে চিত্রনাট্য লেখার ইচ্ছে রয়েছে বলেও জানিয়েছেন ড্যানিয়েল।
ড্যানিয়েলের সাম্প্রতিক চলচ্চিত্র ‘উইয়ার্ড : দ্য অ্যাল ইয়ানকোভিচ’-এর প্রিমিয়ারে একসঙ্গে দেখা গিয়েছিল ড্যান ও এরিনকে। মার্চের শেষ দিকেই জানা যায়, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা। আপাতত প্রথম সন্তানকে নিয়েই জীবন উপভোগ করছেন ড্যান ও এরিন।