বয়স যেন বাড়ছেই না সালমা হায়েকের!

সালমা হায়েক

যত দিন যাচ্ছে, রূপ যেন নতুন করে ধরা দিচ্ছে হলিউড অভিনেত্রী সালমা হায়েকের! প্রতিনিয়ত ভক্তদের মুগ্ধ করে যাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি সমুদ্র থেকে নিজের আবেদনময়ী ছবি শেয়ার করে নতুন করে তোলপাড় ফেলে দিলেন।

৫৬ বছর বয়সী হায়েক একটি হলুদ স্ট্রিং বিকিনি পরা লুকে উত্তাপ ছড়িয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা সর্বশেষ স্ন্যাপগুলোর মাধ্যমে এই হলিউড সুন্দরী তার ২৩ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারদের মুগ্ধ করেছেন। বিকিনি পরা ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘যখনই আমি নতুনত্ব অনুভব করতে চাই, তখনই সাগরে ঝাঁপ দিই।’

1

ছবিগুলোতে দেখা যায়, সমুদ্র থেকে নৌকায় উঠে আসছেন সালমা। তখনই ছবিগুলো ক্লিক করা হয়। এ ছাড়াও তিনি সূর্যাস্তের সময় নৌকায় পোজ দেন। সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সমুদ্রের পানিতে প্রাণোচ্ছল সালমাকে দেখে ভক্তরাও খুঁজে পেয়েছে শীতল প্রশান্তি। একের পর এক মন্তব্য করে অনুরাগীরা জানিয়েছেন তাদের ভালোলাগা। 

এক ভক্ত লিখেছেন, ‘এ যেন সমুদ্রকন্যা!’ অপর একজন লিখেছেন, ‘আপনাকে ভালোবাসি ২০ বছর ধরে। আপনি চিরযৌবনা।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘সালমা হায়েক মানেই আগুন।’

সালমা হায়েককে সর্বশেষ দেখা গেছে স্টিভেন সোডারবার্গের ‘ম্যাজিক মাইকের লাস্ট ড্যান্স’ চলচ্চিত্রে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন চ্যানিং ট্যাটাম, জুলিয়েট মোটামেড, ম্যাথু ম্যাকনাহে ও কেটলিন জেরার্ড। 

সূত্র : ডেইলি মেইল ইউকে

LEAVE A REPLY