চাপম্যান-ঝড়ে লণ্ডভণ্ড পাকিস্তান, সিরিজ ভাগাভাগি

শতকের পর চ্যাপম্যান। ছবি : এএফপি

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিক পাকিস্তান। তাই সোমবার রাতের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিটি পরিণত হয়েছিল সিরিজ নির্ধারণীতে। শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বাদ নিতে চেয়েছিল বাবর আজমরা। আর টম লাথামদের লক্ষ্য ছিল সিরিজ ভাগাভাগি। নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত সফল হয়েছে কিউইরাই। ৬ উইকেটে জয় পেয়েছে তারা।

রাওয়ালপিন্ডিতে টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ ও ইমাদ ওয়াসিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে তারা। অল্পের জন্য সেঞ্চুরি হয়নি রিজওয়ানের, ৬২ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল চারটি ছক্কা ও ৭টি চার। অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে আসে ১৮ বলে ১৯। এ ছাড়া ইফতিখার আহমেদ ২২ বলে ৩৬ ও ইমাদ ওয়াসিম ১৪ বলে ৩১ রান করেন। কিউইদের পক্ষে ব্লেয়ার টিকনার ৩৩ রানে ৪ উইকেট পান।

১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দশম ওভারে ৭৩ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টম লাথামের দল। মাত্র ৫৮ বলে অবিচ্ছিন্ন ১২১ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন মার্ক চ্যাপম্যান ও জেমি নিশাম। তখনো হাতে ছিল ৪ বল। চ্যাপম্যান তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। ৫৭ বলে ৪টি ছক্কা ও ১১টি চারের সাহায্যে ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি। আর নিশাম খেলেন ২৫ বলে হার না মানা ৪৫ রানের ইনিংস।

কিউইদের এই জয়ের ফলে ২-২-এ সমতায় শেষ হয়েছে সিরিজ। ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরাও হয়েছেন চ্যাপম্যান। উল্লেখ্য, দুই দলের মধ্যকার চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

LEAVE A REPLY