সংগৃহীত ছবি
গত বছরের জানুয়ারিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই সিরিজের পরই তাকে দল থেকে বাদ দেওয়া হয়। ধরে নেওয়া হয়েছিল আর হয়তো ফেরানোই হবে না ভারতীয় ব্যাটারকে। এই বছর ২৬ মার্চ বিসিসিআই ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছিল। সেখানে নাম ছিল না রাহানের। অর্থাৎ, বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন তিনি। সেই রাহানেকেই হুট করে ফেরানো হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ঘোষিত ১৫ জনের দলে!
আগামী ৭ জুন দ্য ওভালে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু ৩৪ বছরের রাহানেকে হঠাৎ ফেরানো হলো কেন? এর পেছনে কি শ্রেয়স আইয়ারের ইনজুরিই কারণ? নাকি অন্য কোনো ঘটনা আছে? পিঠের অস্ত্রোপচারের পর ফর্মে ফিরতে পারছেন না শ্রেয়স। চলতি আইপিএলেও ধারাবাহিকতা নেই। তাই এমন একজন ক্রিকেটারকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলানোর ঝুঁকি নেয়নি বোর্ড। নির্বাচকেরা চেয়েছেন পাঁচ নম্বর পজিশনে অভিজ্ঞ কাউকে খেলাতে। তাই ডাকা হয়েছে রাহানেকে।
জাতীয় দল থেকে বাদ পড়লেও ভারতের ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছেন রাহানে। রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে সেঞ্চুরি করেছেন। খেলেছেন ১৯১ রানের বড় ইনিংস। ঘরোয়া ক্রিকেটে রান পাওয়ায় তার জাতীয় দলে ফেরা সহজ হয়ে গেছে। রাহানে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর তৎকালীন বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, ঘরোয়া ক্রিকেট খেলতে। রাহানে সেই কথা মেনেই ফের জাতীয় দলে ফিরলেন। এখন দেখার, তিনি ফাইনালের একাদশে জায়গা করে নিতে পারেন কিনা।