তিন বিয়ে সত্ত্বেও ছেলে-ই সবথেকে কাছের মানুষ, অভিমন্যুও শ্রাবন্তীর পথেই হাঁটবেন?

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের সুপারহিট মা ছেলের জুটি শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং অভিমন্যু চট্টোপাধ্যায় (Abhimanyu Chatterjee)। ইন্ডাস্ট্রির বহু তরুণ অভিনেতার মাথা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখলেও আসলে শ্রাবন্তী কিন্তু এক টিনএজার ছেলের মা। যদিও তাঁকে দেখে সে কথা বোঝার সাধ্য কারোর নেই। নতুন প্রজন্মের অভিনেত্রীদের থেকে কোনো দিক দিয়েই কম গ্ল্যামারাস নন।

অনেক কম বয়স থেকে ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়। তেমনি কম বয়সে প্রথম বিয়েও সেরে ফেলেছিলেন তিনি। তাঁর জীবনে আসে ছেলে অভিমন‍্যু। পরপর তিনটে বিয়ে টেকেনি। কিন্তু মায়ের সঙ্গ ছাড়েনি ছেলে। সিঙ্গল মাদার হয়েই অভিমন‍্যুকে বড় করেছেন শ্রাবন্তী।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়,অভিমন্যু চট্টোপাধ্যায়,বিয়ে,ছেলে,টলিউড,অভিনয়,srabanti chatterjee,abhimanyu chatterjee,marriage,son,tollywood,acting,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রাখার পর এখন ইন্ডাস্ট্রির প্রথম সারির নামী অভিনেত্রী শ্রাবন্তী। এক সাক্ষাৎকারে একবার অভিনেত্রী জানিয়েছিলেন, ঝিনুক (ছেলেকে এই নামেই ডাকেন তিনি) তাঁর প্রতিটি পদক্ষেপে পাশে থাকে, সমর্থন করে। নিজে কত কম বয়সে মা হয়েছেন সেটা ভেবেই এখন অবাক লাগে। তবে ছেলে তাঁর খুব পরিণত হয়েছে বলে দাবি শ্রাবন্তীর।

ছেলেও কি মায়ের কেরিয়ারেই আসবেন? অভিনেত্রী বলেছিলেন, অভিমন‍্যুও টলিউডেই আসবেন। তবে মায়ের মতো অভিনয় না, ঝিনুকের ইচ্ছা ক‍্যামেরার পেছনে কাজ করার। কাজ শেখা শুরু করলেও শ্রাবন্তীর মতে, ঝিনুক এখন অনেকটাই ছোট। আগে পড়াশোনাটা শেষ করুক, তারপর টলিউড।

এর আগে অবশ্য পরিচালক শ্রীজাত বন্দ‍্যোপাধ‍্যায়ের ‘মানবজমিন’ ছবির শুটিংয়ে প্রেমিকা দামিনী ঘোষকে নিয়ে এসেছিলেন অভিমন‍্যু। পরিচালনার কাজ, ক‍্যামেরার শট সব লক্ষ‍্য করেছিলেন এক মনে। ‘অবজার্ভার’ এর পর্যায়ে থেকেছেন তিনি। ভবিষ‍্যতে পরিচালক হওয়ার জন‍্য এই ছবি দিয়েই হাতেখড়ি হয়েছে অভিমন‍্যুর। তবে টলিউডে অভিষেকের ব্যাপারে অভিমন্যু নিজে এখনো কোনো মন্তব্যই করেননি।

LEAVE A REPLY