ফের নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি : এভলিন হকস্টেইন/রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান শুরু করেছেন। তার প্রচারের ভিডিও অনুসারে, রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো তিনি ডেমোক্রোটিক প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন। মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন।

বেশির ভাগ ডেমোক্র্যাট বলেছেন, তারা আগামী বছরের নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৮০ বছর বয়সী বাইডেনকে সমর্থন করবেন। সাম্প্রতিক একটি জরিপে এমন তথ্য পাওয়া গেছে।

বাইডেন বলেছেন, ‘আমি বলেছিলাম যে আমরা আমেরিকার আত্মার জন্য যুদ্ধে আছি এবং আমরা এখনো আছি। আমরা যে প্রশ্নের মুখোমুখি হচ্ছি তা হলো, সামনের বছরগুলোতে আমাদের জন্য আরো স্বাধীনতা আছে, নাকি কম স্বাধীনতা আছে? বেশি অধিকার আছে নাকি কম?’

এদিকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট এ ঘোষণার প্রতিক্রিয়ায় বাইডেনের ‘জ্ঞানের অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন। রিপাবলিকান ন্যাশনাল কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘বাইডেনের জ্ঞান এতটাই কম যে সংকটের পর সংকট তৈরি করে তিনি মনে করেন, তার আরো চার বছর প্রাপ্য।’

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY