এসএসসি পরীক্ষায় ডিএমপির বিধি-নিষেধ

আগামী রবিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ আদেশ রবিবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

পদ্মা সেতুতে নিয়ম লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার ১০ যানবাহনকে সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা করেছে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ। পদ্মা সেতুতে ৬০ কিলোমিটার বেগে যান চলাচলের নির্দেশনা থাকলেও ১১০ কিলোমিটার বেগেও যান চালানো হচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন জানান, অতিরিক্ত গতির কারণে একটি বাস, তিনটি প্রাইভেট কার ও একটি পিকাপকে জরিমানা করা হয়।

এ ছাড়া সার্ভিস লেন ক্রস করে মূল লেনে চলে আসায় তিনটি মোটরসাইকেল এবং সেলফি তোলার কারণে অন্য দুটি বাইককে জরিমানা করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘সেতুর সার্ভিস লেনে অস্থায়ী ডিভাইডার দেওয়া হয়েছে এগুলোও ধীরে ধীরে তুলে ফেলা হবে। মার্ক করা সার্ভিস লেনেই বাইকাররা নিয়ম মেনে চলাচল করবেন বলেই আমাদের বিশ্বাস। সেতুতে চলাচলরত সব যানেরই মনিটরিং চলছে।’

মুন্সীগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, সেতুতে যানবাহনকে নিয়ম-শৃঙ্খলায় আনার চেষ্টা চলছে। আইনগুলো যানবাহনগুলোর স্বার্থে করা। এই নিয়ম মানলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।

এর আগে আরো ৫৭টি বাইক এবং দুটি প্রাইভেট কার ও একটি পিকাপকে এক লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ১৯:১৯শেয়ার

অ +

অ –

LEAVE A REPLY