সংকট নিরসনে ইউক্রেনে প্রতিনিধি পাঠাবেন শি চিনপিং

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং চীনের নেতা শি চিনপিং। ছবি : ওমর মার্কেস/গেটি ইমেজ; থিবল্ট কামু/এপি

চীন ইউক্রেনে বিশেষ প্রতিনিধি পাঠাবে এবং সংকট নিরসনে সেখানে সব পক্ষের সঙ্গে আলোচনা করবে। চীনা প্রেসিডেন্ট শি চিনপিং বুধবার ইউক্রেনের প্রেসিডেন্টকে এ কথা বলেছেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের সময় শি এই মন্তব্য করেন। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর দুই নেতার মধ্যে এটিই প্রথম ফোনকল।

জেলেনস্কির মুখপাত্র সের্গি নাইকিফোরভ ফেসবুকে বলেছেন, দুজনের মধ্যে ‘প্রায় এক ঘণ্টা দীর্ঘ টেলিফোন কথোপকথন’ হয়েছে।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শি জেলেনস্কিকে বলেছেন, চীন শান্তি আলোচনার প্রচারে মনোনিবেশ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা চালাবে। আলোচনাই যুদ্ধ থেকে বের হওয়ার একমাত্র উপায় বলেও মন্তব্য করেছেন তিনি।

এ ছাড়াও শি জানিয়েছেন, ইউক্রেন সংকট ইস্যুতে চীন সর্বদা শান্তির পক্ষে দাঁড়িয়েছে এবং শান্তি আলোচনার প্রচার করতে তাদের মূল অবস্থান রয়েছে।

অন্যদিকে জেলেনস্কি বলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আমার দীর্ঘ ও অর্থপূর্ণ ফোনালাপ হয়েছে। আমি বিশ্বাস করি, তার আহ্বান ও চীনে ইউক্রেনের রাষ্ট্রদূত নিয়োগ আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে শক্তিশালী প্রেরণা দেবে।’ তবে তিনি তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য দেননি।

শি এপ্রিলের শুরুতে বলেছিলেন তিনি জেলেনস্কির সঙ্গে কথা বলতে ইচ্ছুক। জেলেনস্কি বারবার শিকে তার সঙ্গে দেখা করতে বলেছেন। এমনকি চীনের নেতা গত মাসে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার পরও।

সূত্র : রয়টার্স, এএফপি

LEAVE A REPLY