মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, প্রতিশ্রুত প্রায় সব ধরনের সমরাস্ত্র পেয়েছে ইউক্রেন। এর মধ্যে ৯৮ শতাংশেরও বেশি সাঁজোয়া যান পেয়েছে দেশটি।
তিনি বলেন, ন্যাটো জোট ও মিত্ররা এ পর্যন্ত ইউক্রেনকে ১৫৫০টি সাঁজোয়া যান এবং ২৩০টি ট্যাংক দিয়েছে। খবর রয়টার্স ও সিএনএনের।
ন্যাটোপ্রধান বলেন, যুদ্ধ শুরু করার পর থেকে ন্যাটো জোট এ পর্যন্ত যে সাঁজোয়া যান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তার ৯৮ শতাংশ দেওয়া হয়েছে।
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হাভিয়ার বেতেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এসব তথ্য জানান স্টলটেনবার্গ।
তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন কন্টাক্ট গ্রুপ এবং অন্য অংশীদাররা ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ থেকে শুরু করে নজিরবিহীন সমর্থন দিয়েছে।
ন্যাটোপ্রধান বলেন, আমরা এ পর্যন্ত ইউক্রেনের ৯টি নতুন সাঁজোয়া ব্রিগেডকে প্রশিক্ষণ দিয়েছি। রাশিয়ার কাছ থেকে দখল করা ভূমি পুনরুদ্ধারে এই প্রশিক্ষণ ইউক্রেনকে শক্ত অবস্থানে রাখবে।