ফুটবল ম্যাচ উদ্বোধন করতে গিয়ে অভিনেতার মৃত্যু

মামুক্কোয়া

ভারতের মালয়ালম কমেডিয়ান অভিনেতা মামুক্কোয়া মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বুধবার (২৬ এপ্রিল) ভোরে মৃত্যু হয়েছে তার।

জানা গেছে, ফুটবল ম্যাচের উদ্বোধন করতে গিয়ে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। মঙ্গলবার খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই অভিনেতা। দরদর করে ঘামছিলেন, বুকে কষ্ট হচ্ছিল। তবে তখনও অনুষ্ঠান শুরু হয়নি।

এই পরিস্থিতিতে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে কেরালার অন্য একটি হাসপাতালে নেয়া হয়। কিন্তু তাতেও প্রাণে বাঁচেননি তিনি।

হৃদরোগে আক্রান্ত হওয়া ছাড়াও মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল মামুক্কোয়ার। ভেন্টিলেশনে দেয়ার পরও একে একে অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায়। আর হাসপাতালেই মৃত্যু হয় অভিনেতার।

চার দশকের অভিনয় ক্যারিয়ারে ৪৫০টি সিনেমায় দেখা গেছে মামুক্কোয়াকে। সাদামাটা চেহারার কারণে তাকে প্রায় সব সিনেমাতেই সাধারণ মানুষের ভূমিকায় দেখেছেন দর্শকরা। মালাবারি উপভাষার সংলাপে দর্শকের মন জয় করেছেন তিনি। সেই সঙ্গে সিনেমার জগৎকে তীব্র রসবোধ উপহার দিয়েছেন।

মামুক্কোয়া ১৯৭৯ সালে থিয়েটারের মাধ্যমে অভিনয় শুরু করেন। এরপর কাজ করেন পর্দায়। দক্ষিণী তারকা মামুত্তি, জয়রাম ও মোহনলালের সঙ্গে পর্দায় কাজ করেছেন তিনি। মালয়ালাম কমেডিতে বেশ পরিচিত মুখ ছিলেন তিনি।

LEAVE A REPLY