রাশি খান্নাকে দেওয়া জনের মূল্যবান পরামর্শ

রাশি খান্না ও জন আব্রাহাম

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি উত্তর ভারতেও সমান জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে শাহিদ কাপুরের ‘ফারজি’ ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে।

সম্প্রতি পিঙ্কভিলার সঙ্গে সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করলেন অভিনেত্রী। সেই সঙ্গে স্মরণ করলেন ‘পাঠান’ অভিনেতা জন আব্রাহামকেও। ক্যারিয়ারের শুরুতেই জন যে পরামর্শ তাকে দিয়েছিলেন, তা তার জীবনে বেশ সহায়ক ছিল বলেও জানান অভিনেত্রী।

রাশি বলেন, ‘শুরু থেকেই খুব ভালো মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি যথেষ্ট ভাগ্যবান। সে সুজিত সরকারই হোক, যিনি আমার ওপর বিশাল প্রভাব ফেলেছিলেন এবং জন আব্রাহামও, যিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন।’

জনকে স্মরণ করে রাশি বলেন, আমার মনে আছে তিনি আমাকে বলেছিলেন, “রাশি, এই ব্যবসায় থাকতে হলে ‘না’ বলতে শিখুন এবং এটি বোঝাতে শিখুন। অন্যথায় কেউ আপনার হ্যাঁ বা না-কে সিরিয়াসলি নেবে না। যদি এটি না হয়, এটি না। এটি যেকোনো কিছুর জন্য হতে পারে।’ আমি জনের সেই পরামর্শ মনে গেঁথে নিয়েছিলাম এবং এটি খুব ভালো পরামর্শ ছিল, যা তিনি আমাকে দিয়েছিলেন।”

1

রাশি খান্না এখন পর্যন্ত তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘আমি ক্যারিয়ার শুরু করেছিলাম এবং তারপরে আমি দক্ষিণে গিয়েছিলাম, যেখানে আমি খুব ভালো লোকদের সঙ্গে কাজ করেছি। তাই আমি সত্যিই কখনো কিছুর মুখোমুখি হইনি। যেমন কাস্টিং কাউচ জাতীয় কিছু। আমি সত্যিই এসবের মুখোমুখি হইনি, তাই আমার যাত্রা সম্ভবত মসৃণ ছিল। আমি নিশ্চিত যে এটি আছে ইন্ডাস্ট্রিতে, কিন্তু আমাকে কখনোই এর মুখোমুখি হতে হয়নি।’

২০১৩ সালে জন আব্রাহাম প্রযোজিত ‘মাদ্রাজ ক্যাফে’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন রাশি খান্না। এরপর একাধিক দক্ষিণের সুপারহিট সিনেমায় কাজ করে খ্যাতি অর্জন করেছেন তিনি। সামনে তাকে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘যোদ্ধা’ চলচ্চিত্রে। ১৫ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র : পিঙ্কভিলা

LEAVE A REPLY