সৌমিত্র চট্টোপাধ্যায় ও পরেশ রাওয়াল
টলিউডের হিট চলচ্চিত্র ‘পোস্ত’র হিন্দি রিমেক তৈরি হতে যাচ্ছে। নতুন হিন্দি সিনেমাটির নাম ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। উইন্ডোজ প্রোডাকশনস এবং ভায়াকম ১৮-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই সিনেমা। কিছুদিন আগেও এই সিনেমার শ্যুটিয়ের কাজেই ব্যস্ত ছিলেন পরিচালক-প্রযোজক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা পরেশ রাওয়াল। এছাড়াও নীনা কুলকার্নি, অম্রুতা সুভাষ, শিব পণ্ডিতের মতো অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এই সিনেমাতে। ‘পোস্ত’র শিশুশিল্পীর পরিবর্তে হিন্দি সিনেমাতে অভিনয় করেছে খুদে কবীর পওয়া। এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার সিনেমা জগতে পা রাখতে চলেছে কবীর।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল বাংলা চলচ্চিত্র ‘পোস্ত’। বক্স অফিসে দারুণ সফল সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, লিলি চক্রবর্তী অভিনীত সেই সিনেমাটি। এই প্রথম সর্বভারতীয় প্রযোজনা সংস্থা কোনও বাংলার প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সিনেমা তৈরি করছে। হিন্দি সিনেমা ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’তে মিমি ছাড়া বাকি সবাই মুম্বাইয়ের অভিনেতা-অভিনেত্রী।
সিনেমাটি তৈরির ঘোষণার পর থেকেই ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র অপেক্ষায় রয়েছে দর্শকমহল। একদিকে এই সিনেমার হাত ধরেই হিন্দি চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে মিমির। অন্যদিকে মূল সিনেমাতে যীশু সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা শিব পণ্ডিত। এই প্রথমবার বড় পর্দায় জুটি হিসেবে দেখা মিমি এবং শিবকে। জানা গেছে, প্রাথমিকভাবে শিবের চরিত্রে অভিনয় করার কথা ছিল অমিত সাধের। তবে শিডিওল সংক্রান্ত সমস্যার কারণে তাকে এই সিনেমাটি ছেড়ে দিতে হয়েছে। শোনা যাচ্ছে, ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে বলিউডের গুণী অভিনেতা নাসিরুদ্দিন শাহকে।
সূত্র : জি নিউজ