‘ল্যাটিন ওমেন অফ দ্য ইয়ার’ সম্মাননা পাচ্ছেন শাকিরা

পপতারকা শাকিরা

সঙ্গীতশিল্পে অবদান এবং জনহিতকর প্রচেষ্টার জন্য স্বীকৃতি স্বরুপ প্রথমবারের মতো বিলবোর্ডের ‘ল্যাটিন ওমেন অফ দ্য ইয়ার’ পুরস্কার পাচ্ছেন শাকিরা। ম্যাগাজিনটি এ তথ্য নিশ্চিত করেছে।

কলম্বিয়ান এই পপতারকা ‘মুজেরেস ল্যাটিনাস এন লা মিউজিকা’ অর্থাৎ লাতিন উইমেন ইন মিউজিক ইভেন্টে এই সম্মান গ্রহণ করবেন। ফ্লোরিডার মিয়ামিতে ৭মে অনুষ্ঠিত হতে চলেছে এই আয়োজন। তারকা খচিত অনুষ্ঠানটি স্প্যানিশ টিভি চ্যানেল টেলিমুন্ডোতে প্রচারিত হবে।

1

জানা গেছে, শাকিরাকে সঙ্গীত শিল্পে তার অবদানের জন্য এবং তার কর্মজীবনে জনহিতকর প্রচেষ্টার মাধ্যমে ল্যাটিন নারীদের অনুপ্রেরণা জোগানোর জন্য এই স্বীকৃতিতে ভূষিত করা হচ্ছে। বিলবোর্ডের প্রধান বিষয়বস্তু কর্মকর্তা লেইলা কোবো একটি বিবৃতিতে বলেছেন, “শাকিরা সঙ্গীতের চূড়ান্ত সফল একজন নারী। সারা বিশ্বে ল্যাটিন নারীরা সঙ্গীত জীবনে যেভাবে বিস্তার লাভ করেছে এবং ব্যক্তিগত সঙ্গীত লিখতে ও সঞ্চালনা করতে যে স্পৃহা ও সাফল্য পেয়েছে, শাকিরা তাদের জন্য অনুপ্রেরণা। ‘ওয়াকা ওয়াকা’ গায়িকা নিজেই একটি জাগরণ তৈরি করেছেন এবং গভীর ঐতিহ্য ও বিপুল প্রতিভা সহ প্রতিনিয়ত আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে চলেছেন।”

শাকিরা ২০০০ এবং ২০১০ সালে দুইবার বিলবোর্ডের দশকের শীর্ষ নারী ল্যাটিন শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন। বিলবোর্ড এবং টেলিমুন্ডো অনুসারে তিনটি গ্র্যামি, ১২টি ল্যাটিন গ্র্যামি, সাতটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড এবং ৩৯টি বিলবোর্ড ল্যাটিন মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন।

সূত্র : বিলবোর্ড

LEAVE A REPLY