গুজরাটের বিপক্ষে খেলার কথা ছিল লিটনের?

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা সুবিধার নয়। ৮ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে তারা আছে ৭ নম্বরে। এর মাঝেই আজ শুক্রবার ‘জরুরি পারিবারিক প্রয়োজনে’ দেশে ফিরে এলেন লিটন কুমার দাস। যাতে এক ম্যাচ খেলিয়েই সাইডবেঞ্চে বসিয়ে রেখেছিল নাইট রাইডার্স। লিটনের দেশে ফেরা নিশ্চিত হওয়ার পর ভারতীয় গণমাধ্যম দাবি করছেন, আগামীকাল শনিবার ইডেন গার্ডেনে গুজরাট টাইটান্সের বিপক্ষে নাকি লিটনকে খেলানোর পরিকল্পনা করেছিল নাইট টিম ম্যানেজম্যান্ট।

হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ শুক্রবার দুপুরেও ইডেন গার্ডেনে অনুশীলন করেছেন লিটন দাস। সেই অনুশীলন শেষ হওয়ার পরই কোনো বিশেষ কারণে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন বলে দাবি করছে কলকাতার গণমাধ্যম। এর আগে সোশ্যাল সাইটে নাইটদের অনুশীলন জার্সি পরে নেটে ব্যাটিং অনুশীলনের ছবি পোস্ট করেন লিটন। ক্যাপশনে লিখেন ‘আমি কেকেআর’। তখনও পর্যন্ত সব ঠিকই ছিল। তার পরই হঠাৎ এক খবরে তাকে বিমানবন্দরে ছুটতে হয়।

নাইটদের দলীয় সূত্রের বরাত দিয়ে ওপার বাংলার গণমাধ্যম জানিয়েছে, শনিবার গুজরাটের বিপক্ষে লিটনকে খেলানোর পরিকল্পনা ছিল নাইট রাইডার্সের। কারণ রয়্যাল চ্যাঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে নারায়ণ জগদীশনের পারফরম্যান্সে নাইটদের টিম ম্যানেজম্যান্ট খুশি হতে পারেনি। তাকে বেশ কয়েকটা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেননি। আইপিএলের অভিষেকে সাফল্য না পেলেও  লিটন আগ্রাসী ব্যাটার হিসাবে পরিচিত। তাই গুজরাটের বিপক্ষে তাকে খেলানো হতো বলে দাবি ভারতীয় মিডিয়ার।

LEAVE A REPLY