তারকাদের জীবনে প্রেম যেমন হচ্ছে, তেমনই ভাঙছেও। টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সম্প্রতি আলোচনা চলছে নেটজগতে। চিকিৎসক প্রেমিক তথাগতর সঙ্গে নাকি প্রেম ভেঙেছে ঋতাভরীর! যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। একসময়ে ভালোবাসার মানুষের সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিনেত্রী নিজেই। বিয়ে পর্যন্তও গড়িয়েছিল সম্পর্ক। ডাক্তার বন্ধুর গলাতেই যে মালা দিতে চলেছেন, সেই খবরও জানিয়েছিলেন নায়িকা। তার মধ্যেই গুঞ্জন, সেই সম্পর্কে নাকি ইতি টেনেছেন নায়িকা।
অভিনেত্রীর প্রেমজীবন নিয়েও চর্চার শেষ নেই। গুঞ্জনে শোনা গিয়েছিল, তথাগতর পরিবার নাকি সম্পর্ক এগোতে চাইছেন না ঋতাভরীর সঙ্গে সম্পর্কে। তার উপর আবার ঋতাভরীর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেও সম্পর্ক ঘোষণার পোস্টটি উধাও হতেই সন্দেহ আরও জোড়ালো হয়েছে।

তবে বাড়ি নিয়ে কথা উঠতেই মুখ খুলেছেন তথাগত। ঋতাভরীর সঙ্গে প্রেম নিয়ে যতটা না প্রচারের আলোয় এসেছেন তার চেয়ে অনেক বেশি একটি পোস্টে নজর কেড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে ঋতাভরীকে ট্যাগ করে তথাগত লিখেছেন, “আমার নিজস্ব সম্পর্কের বিষয়ে পরিবারের মতামতের খবর পুরোটাই ভিত্তিহীন। আমার পরিবারের লোকজন যথেষ্ঠ ভাল মনের৷ আমাদের প্রত্যেকের অধিকারও রয়েছে সিদ্ধান্ত নেওয়ার। এমনকি কেউই আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপও করে না। ঋতাভরীকে আমাদের পরিবারের সকলেই খুব ভালবাসে। আমরা খুবই ভালভাবে রয়েছি। দয়া করে আমাদের একটু একা ছেড়ে দিন।”
তথাগতর এই পোস্ট দেখে নিজেও আর চুপ করে থাকতে পারেননি অভিনেত্রী। স্ক্রিনশট শেয়ার করে নায়িকা লেখেন, “সমস্ত সংবাদাদাতাদের কাছে বিশেষ অনুরোধ দয়া করে সঠিক খবর দিন এবং হলুদ সাংবাদিকতা বন্ধ করুন। বেশি বেশি ক্লিক পাওয়ার জন্য যা ইচ্ছে লিখে দেবেন না। নিজের অনুমানের উপর এরকম ভুল খবর লিখবেন না। তাছাড়া বারবার এমন খবর রটলে, মানুষের মনেও প্রশ্ন ওঠে সত্যিই কি এমন কিছু হয়েছে?”
দুজনের পোস্ট দেখে এটা সকলেই বুঝে গেছেন, তাদের সম্পর্ক আগের মতোই আছে,কিছুই ভাঙন ধরেনি।
ডাক্তার বন্ধু তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে ক্লিনিকের উদ্বোধনে গিয়েই আলাপ হয়েছিল ঋতাভরীর। শুরু থেকে খুব ভাল বন্ধু ছিলেন তারা৷ ঋতাভরী জানিয়েছিলেন, কফি ডেট থেকে ডিনার ডেট এসব কিছুই হয়নি তাদের মধ্যে। তবে যখন ওকে ভাল করে চিনতে শুরু করি, তখন আমি শয্যাশায়ী। দ্বিতীয় সার্জারির পর আমরা কাছাকাছি আসতে শুরু করি। ধীরে ধীরে অনুভব করি, আমি একে অপরের উপর নির্ভর করতে পারি। বিয়ে নিয়ে ঋতাভরী বলেছিলেন, খুব শীঘ্রই বিয়ে করব আমরা৷ সময় পেলেই ছুটি কাটাতে বিদেশে ঘুরতে গিয়েছিলেন তারা। লিভ-ইনের খবরও শোনা গিয়েছিল তথাগতর সঙ্গে।