টম ক্রুজ ও রাজা তৃতীয় চার্লস
ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্যদের সাথে মিলিত হতে যাচ্ছেন হলিউড তারকা ও বিশ্বের তুমুল জনপ্রিয় নায়ক টম ক্রুজ। প্রতিবেদন অনুসারে, টম ক্রুজ, নিকোল শেরজিঙ্গার এবং উইনি দ্য পুহ রাজার ঐতিহাসিক অনুষ্ঠানের পরদিন উইন্ডসর ক্যাসেলের মাঠে অনুষ্ঠিত হওয়া রাজ্যাভিষেক কনসার্টে যোগ দেবেন।
আগামী ৬ মে রাজা হিসেবে অভিষেক হবে ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের। এ উপলক্ষে ৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো এক কনসার্ট। এতে অংশগ্রহণ করবেন চলচ্চিত্র এবং সংগীতজগতের বিশ্বখ্যাত তারকারা। এর মধ্যে অন্যতম নাম হলিউড তারকা টম ক্রুজ।
এর আগেও রাজপরিবারের রাজকীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন এই তারকা। ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানার অন্ত্যেষ্টিক্রিয়ায় অতিথি ছিলেন ‘টপ গান’ খ্যাত অভিনেতা।
এ ছাড়া আমন্ত্রিত অন্য তারকাদের মধ্যে পুহ এর আগে রাজকীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ২০০৬ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের ৮০তম বার্ষিকীতে বাকিংহাম প্যালেসে শিশুদের একটি বাগান পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল পুহকে। এ ছাড়াও পুসিক্যাট ডলসের প্রধান নিকোল শেরজিঙ্গার গত বছর রানি এলিজাবেথের প্লাটিনাম জুবিলির সম্মানে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
প্রতিবেদনে জানা গেছে, টম ক্রুজ এবং পুহ ‘ডাইনেস্টি’ তারকা জোয়ান কলিন্স, গায়ক টম জোন্স, অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলস এবং নৃত্যশিল্পী ওটি মাবুসের সাথে প্রাক-রেকর্ড করা ভিটিগুলোর একটি সিরিজে উপস্থিত হবেন, যেখানে তারা রাজা সম্পর্কে স্বল্প পরিচিত তথ্যগুলো প্রকাশ করবেন। এ ছাড়া ভারতীয় অভিনেত্রী সোনম কাপুরও কমনওয়েলথ ভার্চুয়াল গায়ক দলকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি কথ্য শব্দের পারফরম্যান্সে মঞ্চে উপস্থিত হবেন বলে জানা গেছে।
টম ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ‘টপ গান : ম্যাভেরিক’ চলচ্চিত্রে। সিনেমাটি বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করে। বিশ্বব্যাপী প্রায় ১.৫ বিলিয়ন ডলার আয় করে নেয় সিনেমাটি। এটি ৩৬ বছর আগে ‘টপ গান’-এর সিক্যুয়েল।
সূত্র : ভ্যারাইটি