বাবা হতে চান সালমান খান, বাধা ভারতীয় আইন!

সালমান খান

বাবা হতে চান সালমান খান! তবে ভারতীয় আইনের গ্যারাকলে নিজের সেই স্বপ্ন পূরণ করতে পারছেন না অভিনেতা। এবার জানালেন নিজের সেই অনুভূতির কথা। সেই সঙ্গে কথা বললেন বিয়ের প্রসঙ্গেও।

সম্প্রতি ইন্ডিয়া টিভির অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ হাজির ছিলেন সালমান খান। সেখানেই নিজের সন্তানের পরিকল্পনার কথা বলেন এই অভিনেতা। তিনি বলেন, “কি বলব! পরিকল্পনা ছিল বাবা হবার। স্ত্রীর জন্য কোনো পরিকল্পনা ছিল না, তবে একটি সন্তানের জন্য ছিল। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী, এটি সম্ভব নয়। এখন কী করা যায় তা দেখব।”

নির্মাতা করণ জোহরের দুই সন্তান নেওয়ার প্রসঙ্গ টেনে সালমান বলেন, “আমিও তেমনটাই চেয়েছিলাম। বিষয়টি আমাকে অনেক খুশি করতো। কিন্তু এখন ভারতীয় আইনে সেটা আর সম্ভব নয়। আইন বদলে গেছে। আমি বাচ্চা পছন্দ করি। তবে বাচ্চার সঙ্গে তার মা আসবে। যে আমার স্ত্রী হবে। মা বাচ্চাদের জন্য অনেককিছু। কিন্তু আমার ঘরে শুধু মা আর মা। মায়ের অভাব নেই। আমার বাচ্চাদের খেয়াল তারা রাখতে পারবে। দেখি এখন কী করা যায়!”

1
বাচ্চাদের প্রতি সালমানের ভালোবাসা বরাবরই অনুকরনীয়

বাচ্চাদের প্রতি সালমানের ভালোবাসা সবারই জানা। বেশ কয়েকটি চলচ্চিত্রে বাচ্চাদের প্রতি তার বিশেষ অনুভূতি প্রকাশ পেয়েছে। এছাড়াও নিজের পারিবারিক বিভিন্ন ভিডিওতে তাকে প্রায়শই তার ভাগ্নি এবং ভাগ্নের সাথে সময় কাটাতে দেখা যায়। অভিনেতার বোন অর্পিতা খানের দুটি সন্তান- আয়ত শর্মা এবং আহিল শর্মা। সালমানের অন্য বোন আলভিরা খানেরও দুটি সন্তান রয়েছে – আলিজেহ অগ্নিহোত্রী এবং আয়ান অগ্নিহোত্রী। তার ভাই সোহেল ও আরবাজেরও ছেলে আছে। সকলেই সালমানের কাছে নিজের সন্তানের মতোই ভালোবাসা পায়। 

সালমানকে সম্প্রতি অ্যাকশন বিনোদনমূলক চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ দেখা গেছে। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, ভেঙ্কটেশ দাগ্গুবাতি, ভূমিকা চাওলা, রাঘব জুয়াল এবং জ্যাসি গিল। এরপর সামনে ‘টাইগার ৩’ সিনেমায় দেখা যাবে অভিনেতাকে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY