ঝড় তুলেছে ‘পোন্নিয়ান সেলভান ২’, দুই দিনে আয় ১০০ কোটি

পোন্নিয়ান সেলভান ২’

মুক্তির দ্বিতীয় দিনে ১০০ কোটি রুপির ল্যান্ডমার্ক অতিক্রম করেছে মণি রত্নমের মহাকাব্যিক চলচ্চিত্র ‘পোন্নিয়ান সেলভান ২’। সিনেমাটি দ্বিতীয় দিন ভারতে ২৮.৫০ কোটি আয় করেছে। সেই সঙ্গে দুই দিনে আন্তর্জাতিক বাজারে ৫১ কোটি আয় তুলে নিয়েছে এটি। 

মণি রত্নম পরিচালিত সিক্যুয়েলটি তার প্রথম দিনে ভারতে প্রায় ২৮ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় দিনে ভারতে আয় করেছে ২৮.৫০ কোটি। আন্তর্জাতিক বাজারে ৫১ কোটির আয় নিয়ে ১০০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করেছে এটি। গতবছর মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটিও দুই দিনে ১০০ কোটি রুপি আয় তুলেছিল। এবার সিক্যুয়েলটিও সেই পথেই হাঁটছে। বক্স অফিসে ঝড় তুলেছে এটি।

1

স্যাকনিল্কের একটি প্রতিবেদন অনুসারে, ‘পোন্নিয়ান সেলভান ২’ তামিলনাড়ুতে এ পর্যন্ত ৩৪.৫ কোটি আয় করেছে। এটি এখন পর্যন্ত কর্ণাটকে ৭.৮০ কোটি এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৫.৮৫ কোটি আয় করেছে। সিনেমাটি কেরালায় ৫.১০ কোটি আয় করেছে। বাকি রাজ্যের সংগ্রহ ৬.৪০ কোটির মতো। বিদেশী সংগ্রহ প্রায় ৫১ কোটির মতো। সব মিলিয়ে মাত্র দুই দিনে ভারত ও বিশ্বব্যাপী ১০০ কোটি আয় ছাড়িয়েছে সিনেমাটির।

‘পোন্নিয়ান সেলভান’ ২০২২ সালে মুক্তি পায়। এটি বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটি রুপি আয় করে এবং বছরের তৃতীয় সর্বোচ্চ-আয়কারী ভারতীয় চলচ্চিত্রও হয়ে ওঠে। কল্কি কৃষ্ণমূর্তি রচিত ক্লাসিক তামিল উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মণি রত্নম, বি জেয়ামোহন এবং এলাঙ্গো কুমারভেল। সিনেমাটির সংগীতায়োজন করেছেন অস্কার বিজয়ী এ আর রহমান। অভিনয় করেছেন চিয়ান বিক্রম, ঐশ্বরিয়া রায়, তৃষা কৃষ্ণান, জয়রাম, কার্থি সহ প্রমুখ।

সূত্র : স্যাকনিল্ক

LEAVE A REPLY