ক্রিসন পেরেইরা
শারজার জেলে মাদক মামলায় আটক বলিউড অভিনেত্রী ক্রিসন পেরেইরা ছাড়া পেয়েছেন। মাদক চোরা চালানের মামলায় নাম জড়িয়েছিল ক্রিসনের। এ মাসের শুরুর দিকে তাকে একটি ট্রফি নিয়ে শারজা বিমানবন্দরে আটক করা হয়। যে ট্রফির মধ্যেই লুকানো ছিল মাদক। যদিও ক্রিসন পেরেইরার পরিবারের দাবি ছিল, তাদের মেয়েকে ফাঁসানো হয়েছে। ক্রিসন পেরেইরার শারজার জেল থেকে ছাড়া পাওয়ার খবর নিশ্চিত করেন তার ভাই কেভিন পেরেইরা।
সংবাদসংস্থা এএনআই-এর টুইট থেকে জানা যাচ্ছে, ক্রিসনকে মাদক চোরাচালান মামলায় ফাসানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। ক্রিসানকে ফাঁসানোর অভিযোগে অ্যান্টনি পল ও তার সহযোগী রবিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার মুম্বাইয়ের নগর দায়রা আদালতে তোলা হয়। তাদের ২ মে পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই মামলায় যে অ্যান্টনি পল হল মাস্টারমাইন্ড, উনি নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে ক্রিসন পেরেইরা সহ পাঁচজনক পার্সেলে মাদক দিয়েছিলেন। পুলিশ জানায়, “আমরা ওকে জিজ্ঞাসাবাদ করব, ও কোথা থেকে মাদক সংগ্রহ করেছে। ও মাদক ব্যবসায় জড়িত কিনা তা স্পষ্ট নয়। অ্যান্থনি পল ক্রিসনের মায়ের ব্যাবসায়িক অংশীদার। তাদের মধ্যে ব্যবসায়িক কোনও ঝামেলা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।”
অভিনেত্রী পরিবার এর আগে জানিয়েছিল, দুবাইতে ক্রিসনকে অডিশনে পাঠানোর নামে ফাঁসানো হয়েছিল। দুবাই উড়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করেছিলেন অ্যান্টনি ওরবি। দুবাই উড়ে যাওয়ার আগে ক্রিসনের সঙ্গে তারা মুম্বাই বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরত্বে একটি কপি শপে সঙ্গে দেখা করেন। তার হাতে একটি ট্রফি তুলে দিয়ে বলা হয় ট্রফিটি অডিশনের চিত্রনাট্যের অংশ এবং সেটি অডিশনের জন্য প্রয়োজন হবে। তাই কিছু না জেনেই ক্রিসন ওর সঙ্গে ট্রফিটি নিয়ে যান। এরপর ক্রিসন শারজা বিমানবন্দরে নেমে রবি নামে ওই ব্যক্তির কাছে পৌঁছাতে পারেননি। তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে পুলিশ জানিয়েছে, লকডাউনের সময় ক্রিসনের মা প্রমিলার পোষা কুকুর অ্যান্টনি পলকে কামড়ানোর চেষ্টা করে, তখন তিনি রেগে গিয়ে কুকুরটিকে মারতে একটি চেয়ার তুলেছিলেন। যে ঘটনায় বিরক্তা প্রমিলা অ্যান্টনিকে সকলের সামনে অপমান করেন। তারই প্রতিশোধ নিতে সম্ভবত অ্যান্টনি পল এমন কাজ করেছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা