‘আজকাল নিজেই ভয় পাচ্ছি’, খুনের হুমকি প্রসঙ্গে সালমান খান

সালমান খান

ভারতের শীর্ষ গ্যাংস্টারদের নজরে রয়েছেন সালমান খান। পাচ্ছেন একের পর এক মৃত্যুর হুমকি। কিছুদিন আগেই নতুন করে খুনের হুমকি পান অভিনেতা। রকি ভাই নামের কোনো এক ব্যক্তি সালমানকে মেরে ফেলার হুমকি দেয়। জানা যায় রকি ভাই রাজস্থানের যোধপুরের বাসিন্দা, যে পেশায় একজন গো-রক্ষক। হুমকিতে রকি ভাই সালমানকে মেরে ফেলার দিনও ধার্য করে ফেলেছে! ৩০ এপ্রিল সালমানকে হত্যা করার হুমকি দেয় এই নাবালক। আর এরপরই সম্প্রতি সালমানকে ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা দিয়েছে মুম্বাই পুলিশ। 

একের পর এক হুমকির মুখে কীভাবে পরিস্থিতি সামলাচ্ছেন, সম্প্রতি সে বিষয়েই কথা বলেছেন সালমান খান। 

1

ইন্ডিয়া টিভির শো ‘আপ কি আদালত’-এ হাজির হয়েছিলেন সালমান। সেখানেই সাম্প্রতিক উদ্বেগপূর্ণ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ভাইজান। জানালেন, নিরাপত্তাহীনতায় ভোগার থেকে নিরাপত্তার মধ্যে থাকা ভালো। সালমান খান বলেন, “এখন নিরাপত্তার মধ্যেই আমায় থাকতে হচ্ছে। রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। আর এখন সব থেকে বড় সমস্যা, আমি যখন ট্রাফিকের মধ্যে ফেঁসে থাকি, তখন এত নিরাপত্তা, যানবাহন অন্যদের অসুবিধার সৃষ্টি করে।” 

সালমান আরো বলেন, “আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, আর সেকারণেই এই নিরাপত্তা। আর আমাকে এখন যা বলা হচ্ছে আমি তাই করছি। আমি এখন নিরাপত্তা নিয়েই সব জায়গায় যাচ্ছি, যদিও এটা জানি যা ঘটার তাই ঘটবে। তবে তার মানে এটাও নয় যে আমি স্বাধীনভাবে ঘুরতে পারব, পরিস্থিতি তেমন নয়। এখন আমার চারপাশে অনেক শেরা (সালমনের নিরাপত্তারক্ষী)। এত বন্দুক আমার চারপাশে ঘুরছে যে আজকাল আমি নিজেই ভয় পাচ্ছি।”

এদিকে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয় গত ১০ এপ্রিল মুম্বাইয়ের পুলিশ কন্ট্রোল রুমে একটি হুমকিমূলক ফোন আসে। যিনি নিজেকে রকি ভাই বলে পরিচয় দেন। জানান, তিনি রাজস্থানের যোধপুরের বাসিন্দা। নিজেকে গরু রক্ষক বলে দাবি করেন। তিনি সালমানকে খুনের হুমকি দেন। এছাড়াও একজন নাবালকও ফোন করে সালমানকে খুনের হুমকি দিয়েছেন, ওই নাবালক যুবক কেন এমন আচরণ করল তা খতিয়ে দেখা হচ্ছে।  এর আগে মেইল পাঠিয়েও সালমানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে ধাকড়রাম নামে এক ব্যক্তিকে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়। আপাতত ধাকররাম পুলিশ হেফাজতে রয়েছেন। তার আগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকিমূলক চিঠি পাওয়ার পর মহারাষ্ট্র সরকার সুপারস্টারকে নিরাপত্তার দেওয়ার সিদ্ধান্ত নেয়।

LEAVE A REPLY