আরমানের জামিন বাতিল চেয়ে দুদকের আবেদন

ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সহসভাপতি মো. এনামুল হক আরমানের জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। 

রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আবেদনটি করা হয় বলে সাংবাদিকদের জানান সংস্থাটির আইনজীবী মো. খুরশীদ আলম খান।

কালের কণ্ঠকে এই আইনজীবী বলেন, “বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়েছে। আগামী মঙ্গলবার আবেদনটির শুনানি হতে পারে।”

দুই কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর আরমানের বিরুদ্ধে মামলা করেন দুদক কর্মকর্তা সালাহউদ্দিন।

এ মামলায় গত ১৬ মার্চ বিশেষ জজ আদালত-৯ তাকে জামিন দেন। সেই জামিনের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করে দুদক।

ক্যাসিনোকাণ্ডে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের অন্যতম সহযোগী ছিলেন আরমান। অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাট ও আরমানকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করে র‌্যাব। এর পর থেকে তিনি কারাগারে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গত বছর ২২ আগস্ট আদালত জামিন দিলে ওই দিনই কারাগার থেকে মুক্তি পান সম্রাট।

LEAVE A REPLY