অস্ত্র সংকট, বাখমুতে যে পরিস্থিতির মুখোমুখি এখন রাশিয়া

বাখমুত থেকে এবার সেনা প্রত্যাহারের হুমকি দিলেন রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ওয়াগনার সেনাদের হতাহতের হার ক্রমাগত বাড়তে থাকাকে কারণ উল্লেখ করে রুশ সামরিক ব্লগার সিমন পেগভের নেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

রোববার প্রকাশিত এই সাক্ষাৎকারের কথা জানায় আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনা প্রত্যাহারের কারণ হিসেবে অস্ত্র সংকট ও বিপুল হতাহতের বিষয়টি তুলে ধরেন তিনি। যত দ্রুত সম্ভব অস্ত্র পাঠাতে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর কাছে আহ্বান জানান প্রিগোজিন।

প্রিগোজিন বলেন, ‘প্রতিদিন হাজার হাজার লাশ কফিনে করে সেনাদের বাড়িতে পাঠাতে হচ্ছে। পর্যাপ্ত গোলাবারুদ ও অস্ত্র থাকলে এই হতাহতের সংখ্যা পাঁচ গুণ কমানো সম্ভব হতো।’

তিনি আরও বলেন, ‘যদি গোলাবারুদের ঘাটতি পূরণ না করা হয়, তাহলে আমরা সেনা প্রত্যাহার করতে বাধ্য হবো। কাপুরুষ ইঁদুরের মতো পালিয়ে যাবো না।’

টেলিগ্রামে এক অডিও বার্তায় অস্ত্র সংকটের কারণে ৯৪ জন রুশ সেনা নিহতের খবর জানান তিনি।

ওয়াগনার গ্রুপ সেনা প্রত্যাহার করলে বাখমুতের রুশ সেনাদের ফ্রন্টলাইন ভেঙ্গে পড়বে, এমন কথাও বলেছেন প্রিগোজিন। ধারাবাহিক অস্ত্র সরবরাহে রাশিয়ার অমনোযোগিতা নিয়ে আগেও অভিযোগ ছিল প্রগোজিনের।

প্রায় দশ মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলের চেষ্টা করছে রুশ বাহিনী। এক সময়ের ৭০ হাজার বাসিন্দার এই শহরটি এখন ধ্বংসস্তূপ।

LEAVE A REPLY