একাধিকবার বিষ্ণোই সম্প্রদায়ের কাছে হত্যার হুমকি পেয়েছেন বলিউড তারকা সালমান খান। এ বছরের মার্চ ও এপ্রিল মাসেও দুই ভিন্ন ব্যক্তির কাছ থেকে হুমকি ও একটি চিঠি আসে।
প্রাণনাশের হুমকির পর রাজস্থানের যোধপুরের লুনির বাসিন্দা ধাকড় রামকে গ্রেফতার করে পুলিশ। ভাইজান বর্তমানে দুবাইয়ে। তিনি বলেন, ‘আমার মনে হয় দুবাইয়ে আমি সম্পূর্ণ নিরাপদ। ভারতের মধ্যে কিছু সমস্যা আছে।’
এদিকে সালমানের প্রাণনাশের হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা। রোববার টুইট বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে দেশটি নিরাপদ। তাই নিরাপত্তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।খবর হিন্দুস্তান টাইমসের।
এই বলিউড তারকা বলেন, ‘আমরা অভিনয় শিল্পী। সালমান খানকে কেন্দ্র থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সুরক্ষা পাচ্ছেন তিনি। তাহলে ভয়ের কিছু নেই। আমাকে যখন হুমকি দেওয়া হয়েছিল, আমাকেও সরকার নিরাপত্তা দিয়েছিল। আজ দেশ নিরাপদ। আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
কঙ্গনা ভারতের হরিদ্বারে অবস্থান করছেন। রোববার সেখানে তিনি গঙ্গা আরতি করেন। তিনি কেদারনাথ ধামেও যাবেন। অভিনেত্রী বলেন, ‘আমি সবসময় কেদারনাথ ধাম দেখতে চেয়েছিলাম এবং অবশেষে তা হচ্ছে।’
সালমান প্রাণনাশের হুমকি পাওয়ার পর মুম্বাই পুলিশ তাকে ‘ওয়াই ক্যাটাগরির’ নিরাপত্তা দিয়েছে। শনিবার একটি টিভি শোতে এসে ভাইজান বলেন,‘আমার পক্ষে এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়।’