রাজকুমার-জাহ্নবীর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’

রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর

দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি বাঁধলেন অভিনেতা রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। একটি ক্রিকেট ড্রামা চলচ্চিত্রে জুটি বেঁধেছেন এ দুই তারকা। সিনেমাটির নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। সম্প্রতি এর শুটিং শেষ করেছেন দুজন।

ধর্ম প্রডাকশন রবিবার রাতে ইনস্টাগ্রামে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেছে।

1

প্রযোজনা সংস্থা ধর্ম প্রডাকশন পোস্টারটি শেয়ার করে জানায়, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহির একটি মোড়ক! চূড়ান্ত ইনিংসের জন্য প্রস্তুত। শীঘ্রই আপনার কাছের সিনেমায় দেখতে পাবেন!’

অভিনেতা রাজকুমার রাও ও জাহ্নবী কাপুরও সিনেমাটির পোস্টারটি শেয়ার করেছেন ভক্তদের সাথে। 

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ পরিচালনা করেছেন শরণ শর্মা, যিনি ২০২০ সালের চলচ্চিত্র ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল’ পরিচালনা করেছেন। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ প্রযোজনা করছেন ধর্ম প্রডাকশনের হয়ে হিরু যশ জোহর, করণ জোহর এবং অপূর্ব মেহতা। তবে নির্মাতারা এখনো সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেননি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY