টাকা দিয়ে পুরস্কার কিনেছিলেন ঋষি কাপুর!

প্রয়াত বলিউড অভিনেতা ঋষি কাপুর

স্বজনপোষণ থেকে শুরু করে কাস্টিং কাউচ- বিতর্ক চলতেই থাকে বলিউডের চাকচিক্যের জগতে। তেমনই এক বিতর্কিত অধ্যায় হল বলিউডের পুরস্কার বিতরণী। বলিউড জগতের একাংশের দাবি, এই সব অনুষ্ঠানে যে পুরস্কার দেওয়া হয় তা তারকাদের অভিনয় দক্ষতার উপর নির্ভর করে নয়, বরং অর্থের বিনিময়ে দেওয়া হয়। তেমনই এক ঘটনার স্বাক্ষী হয়েছিলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। নিজের সেই কালো অধ্যায়ের কথা স্বীকারও করেছিলেন তারকা।

২০০৭ সালে ‘খুল্লাম খুল্লা’ নামে একটি বই প্রকাশিত হয়। এই বইয়ের প্রতি পাতায় ঋষি তার জীবনের খুঁটিনাটি তুলে ধরেছেন। এই বইয়ে উল্লেখ রয়েছে যে, অর্থের বিনিময়ে পুরস্কার কিনেছিলেন ঋষি।

১৯৭৩ সালে রাজ কাপুর পরিচালিত ‘ববি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেন ঋষি কপূর এবং ডিম্পল কাপাডিয়া।

1

ঋষি এক পুরনো সাক্ষাৎকারে জানান যে, ‘ববি’তে অভিনয় করার পর রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান তিনি। সেই সময় তার জনসংযোগদলের এক সদস্য ঋষিকে প্রশ্ন করেন যে, তিনি কোনও পুরস্কার কিনতে চান কি না। ঋষি বলেন, ‘‘তখন আমার ২০-২১ বছর বয়স। এই বয়সে এত নামডাক! সবকিছু নিয়ে স্পষ্ট ধারণাও ছিল না। তাই আমি পুরস্কার কিনতে রাজি হয়ে যাই।’’

ঋষিকে জানানো হয় যে, ৩০ হাজার টাকার বিনিময়ে একটি পুরস্কার কেনা যায়। অভিনেতা বলেন, ‘‘১৯৭৩ সালে ৩০ হাজার টাকার মূল্য অনেক। কিন্তু আমার বাবার টাকার অভাব ছিল না। তাই আমি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেই।’’

1

সেই বছর সেরা অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছিলেন ঋষি। বইয়ে সেই কথাও জানিয়েছিলেন তিনি। ঋষির জীবনের এই সত্য প্রকাশ্যে আসার পর বলিউডে তাকে নিয়ে চর্চা শুরু হয়। পরে ঋষি আবার উল্টো গান গাইতে শুরু করেন। ঋষির দাবি, তিনি ৩০ হাজার টাকা দিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি নিশ্চিত হতে পারেননি যে সেই টাকা সঠিক লোকের কাছে আদৌ পৌঁছেছে কি না। 

‘ববি’র নায়কের দাবি, সেই পুরস্কার হয়তো অভিনয় দক্ষতার ভিত্তিতেই দেওয়া হয়েছিল। তিনি যে টাকা দিয়েছিলেন, তা কোনও প্রতারক চুরি করে নিয়েছেন বলেও দাবি করেন অভিনেতা। তবে সাক্ষাৎকারে ঋষি জানান, ১৯৭৩ সালে ‘ববি’র পাশাপাশি মুক্তি পেয়েছিল প্রকাশ মেহরা পরিচালিত ‘জঞ্জীর’। ঋষির মন্তব্য, ‘‘অমিতাভ ‘জঞ্জীর’ সিনেমাতে দুর্দান্ত অভিনয় করেছিলেন। অমিতাভও ওই পুরস্কারের দাবিদার হতে পারতেন।’’ 

ঋষির মতে, অমিতাভই নাকি সেই পুরস্কারের যোগ্য ছিলেন। কিন্তু ‘ববি’ ছবির জন্য পুরস্কার জেতার পর লাইমলাইটে চলে আসেন ঋষি। তবে পুরস্কারের লোভে টাকা দিয়েছিলেন বলে যথেষ্ট লজ্জিত হয়েছিলেন ঋষি। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বয়স কম ছিল। জানতামও না এই সব করা যায়। ভুল করেছিলাম খুব।’’

LEAVE A REPLY