মেয়ের ভিডিও মুছে ফেলার অনুরোধ সোফি টার্নারের

অভিনেত্রী সোফি টার্নার

প্রথমবারের মতো মেয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে পরে তা মুছেও দিয়েছেন ‘গেম অফ থ্রোনস’ তারকা সোফি টার্নার। সেই সঙ্গে ভক্তদেরও অনুরোধ করেন ভিডিওটি মুছে ফেলতে। অভিনেত্রীর এমন আচরণে রীতিমতো অবাক হয়েছেন তার অনুরাগীরা।

একটি নতুন ইনস্টাগ্রাম স্টোরিতে, ‘গেম অফ থ্রোনস’ অভিনেত্রী স্বীকার করেছেন যে তার পোস্টটি একটি ভুল ছিল এবং তার অনুরাগীদের অনুরোধ করেছেন ভিডিওটি মুছে ফেলতে।

1
‘গেম অফ থ্রোনস’ তারকা সোফি টার্নার

সোফি তার মেয়ের ভিডিওটি মুছে ফেলে ইনস্টাগ্রাম স্টোরিজে লেখেন, ‘এর আগে আমি ইনস্টাগ্রামে স্টোরিজে আমাদের মেয়ের একটি ভিডিও ভুলবশত পোস্ট করেছিলাম। আমরা সব সময় আমাদের সন্তানের গোপনীয়তার অধিকারের পক্ষে সমর্থন করেছি। এটি এমন কিছু যার বিপক্ষে আমি দাঁড়িয়েছি সব সময়। আমাদের বাচ্চারা জনসাধারণের দৃষ্টির বাইরে বড় হওয়ার, ব্যক্তিগত জগতে শেখার এবং বেড়ে ওঠার অধিকার রাখে। আমি যদি কখনো আমাদের বাচ্চাদের কিছু পোস্ট করি তবে জেনে রাখুন যে এটি নিঃসন্দেহে একটি ভুল। এটি অন্য কোনো প্ল্যাটফর্মে কেউ যদি পোস্ট করে থাকেন, তাহলে দয়া করে ভিডিওটি মুছে দিন। আমি খুবই কৃতজ্ঞ থাকব।’

1
স্বামী জো জোনাসের সঙ্গে সোফি টার্নার

মুছে ফেলা ভিডিওতে সোফিকে তার মেয়ের সাথে বেশ কৌতুকপূর্ণ অবস্থায় দেখা গেছে। যেখানে তিনি মেয়ে উইলার মুখে একটি কুকুরের ফিল্টার রেখেছিলেন যখন উইলা নিজের জিহ্বাটি নাড়াচ্ছিল। ভিডিওটির ক্যাপশনে সোফি লিখেছিলেন, সুপ্রভাত!

সোফি এবং তার গায়ক স্বামী জো জোনাস সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তার স্বামী জো জোনাস ব্রাদার্সের অন্যতম একজন। জনপ্রিয় এই ব্যান্ড দলটি তাদের আসন্ন রেকর্ড ‘দ্য অ্যালবাম’ প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা ১২ মে প্রকাশিত হবে। অ্যালবামে মোট ১২টি গান রয়েছে, যার মধ্যে রেকর্ডের প্রথম একক ‘উইংস’ এবং দ্বিতীয় গান ‘ওয়েফেল হাউস’ প্রকাশিত হয়েছে। তাদের মেয়ে উইলা এই জুলাইয়ে তিন বছরে পদার্পণ করেছে। গত বছরের জুলাইয়ে তাদের দ্বিতীয় কন্যার জন্ম হয় যার নাম এখনো প্রকাশ করা হয়নি। 

সূত্র : হলিউড লাইফ

LEAVE A REPLY