কিশোরগঞ্জে মঞ্চ ভাঙল পুলিশ, খুলনায় লাঠিচার্জ

সিলেটে ছাত্রদলের মিছিল থেকে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর চৌহাট্টা থেকে মঙ্গলবার তাদের আটক করা হয়। খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহারের দাবিতে বিকালে নগরীর রিকাবিবাজার থেকে একটি ঝটিকা মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল।

এদিকে কিশোরগঞ্জে মে দিবসের সমাবেশের মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ। পরে সেখানে সমাবেশ করা হয়। খুলনায় পুলিশ লাঠিচার্জ করে দুজনকে আটক করেছে। ব্যুরোর পাঠানো খবর-

সিলেট : সিলেটে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। গ্রেফতার ব্যক্তিরা হলেন জুনেদ হোসেন, আবুল হোসেন চৌধুরী, রাজু আহমেদ, কামরুল হাসান, সাইফুল ইসলাম সোহাগ, হাফিজুল, আব্দুস সালাম টিপু ও পারভেজ খান জুয়েল। মিছিল নিয়ে চৌহাট্টার দিকে আসার চেষ্টা করলে পথিমধ্যে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৮ জন ছাত্রদলকর্মীকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ : মহান মে দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে শ্রমিক সমাবেশ করেছে বিএনপি। এর আগে পুলিশ পূর্বনির্ধারিত সমাবেশের মঞ্চ ভেঙে দিলে বাধা উপেক্ষা করে শ্রমিক দলের উদ্যোগে সোমবার দুপুরে শহরের ঐতিহাসিক রথখোলা মাঠে বিরাট শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন বক্তারা।

কিশোরগঞ্জের জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সালাহউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

খুলনা : খুলনা মহানগর ও জেলা শ্রমিক দলের মে দিবসের র‌্যালিতে পুলিশ লাঠিচার্জ করেছে। নগরীর স্টেশন রোডে সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় মহানগর শ্রমিক দলের সদস্যসচিব শফিকুল ইসলাম শফি ও সদস্য ইসলাম খলিফাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র‌্যালির আয়োজন করে নগর ও জেলা শ্রমিক দল। বিষয়টি ৭ দিন আগে খুলনা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়।

অথচ সকাল থেকে বিএনপি অফিসের প্রবেশদ্বারে শত শত পুলিশ মোতায়েন করা হয়। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের আসতে বাধা দেওয়া হয়েছে। এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন সাংবাদিকদের জানান, কোনো ধরনের অনুমতি ছাড়া তারা রাস্তা আটকে কর্মসূচি করছিল। তাদের সরে যেতে বলা হয়েছিল।

LEAVE A REPLY