আরো এক ধামাকার অপেক্ষায়

বাজিগরের অজয় শর্মা ও ভিকি মালহোত্রা, ডুপ্লিকেট-এর বাবলু চৌধুরী ও মানু দাদা চরিত্রগুলোর কথা নিশ্চয়ই মনে আছে? আর কেনই বা থাকবে না।

দ্বৈত চরিত্রের অভিনয়ে নিজেকে যে অনন্য এক উচ্চতায় তুলে নিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। কী অসাধারণ দক্ষতায় এরই মধ্যে একাধিক চরিত্রের অভিনয়ে দর্শকদের দিয়েছেন আরও ৯টি সিনেমা- করন অর্জুন, ইংলিশ বাবু দেশি মেম, পেহেলি, ডন : দ্য চেজ বিগিন্স এগেইন, ওম শান্তি ওম, রব নে বানা দি জোড়ি, রা.ওয়ান, দিলওয়ালে, ফ্যান।

সেই ধারাবাহিকতার শাহরুখের দ্বৈত চরিত্রের অভিনয় নিয়ে ১২ নম্বর সিনেমাটি মুক্তি পাচ্ছে ২ জুন। সুপার-ডুপার হিট পাঠান-এর রেশ কাটতে না-কাটতেই অ্যাটলি পরিচালিত মেগা অ্যাকশন সিনেমা জওয়ান ইতোমধ্যে ব্যাপক জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। তার মানে, আরও এক ধামাকার অপেক্ষার প্রহর গুনছেন শাহরুখ খান।

পুনে, মুম্বাই, হায়দরাবাদ, চেন্নাই, রাজস্থান ও আওরঙ্গবাদের মনোমুগ্ধকর লোকেশনে ২০২১ সাল থেকে চিত্রায়িত এ সিনেমায় গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন-বিজয় শেঠুপতি, নয়নতারা, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। এতে অতিথি চরিত্র নিয়ে যুক্ত হয়েছেন দিপীকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত, তামিল তারকা বিজয় চন্দ্রশেখর ও তেলেগু তারকা আল্লু অর্জুন।

ভারতীয় একটি ওয়েবসাইট দাবি করেছে এরই মধ্যে জওয়ানের সারসংক্ষেপ ফাঁস হয়েছে। সে অনুযায়ী সিনেমাটিতে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে বলিউডে অভিষিক্ত হওয়া তামিল সুপারস্টার নয়নতারার।

এ সিনেমার গল্প অনুযায়ী, একজন আবেগতাড়িত মানুষের অসাধারণ সাহসী এক অভিযান হচ্ছে জওয়ান-যার নায়ক সমাজের ভুলগুলো সংশোধনের মিশনে নামেন, প্রতিহিংসার আগুনে পুড়ে খাঁটি হন। ভয়ংকর দানবীয় অপরাধীদের বিরুদ্ধে টিকে থাকতে হয় তাকে। বিশ্বসম্প্রীতি পুনরুদ্ধারে সব অগ্নিশক্তি ও বুদ্ধিমত্তা প্রয়োগ করেন তিনি।

জওয়ানের সঙ্গীত পরিচালনা করেছেন অনিরু” রবিচন্দর। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কানাড়া, ভাষায় মুক্তি পাবে বিশ্বব্যাপি। দেখা যাক, পাঠানের জনপ্রিয়তা ডিঙ্গিয়ে কতদূর যেতে পারে শাহরুখ খানের জওয়ান।

LEAVE A REPLY