ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে জানু মিয়া (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কারাগার থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। জানু মিয়া কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার কল্পপাশা গ্রামের মোনা মিয়া ছেলে। সে বর্তমানে ঢাকার সাভারে পরিবার নিয়ে থাকতেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, ভোরের দিকে জানু মিয়া কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। তিনি ডাকাতি মামলায় কারাগারে বন্দী ছিলেন। তার  হাজতি নং- ১৭৮৩৯/২৩।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY