শাহজালাল বিমানবন্দরে ৬ স্বর্ণের বারসহ আটক ১

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৯৬ গ্রাম স্বর্ণসহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ বৃহস্পতিবার বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১-এর পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. ফিরুজ মিয়া (৫০)। 

বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান। তিনি বলেন, ফিরুজ মিয়াকে আগমনী ক্যানোপি-১-এর কার পার্কিং এলাকায় ঘোরাঘুরি করতে দেখে এপিবিএন গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এ সময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। এখানে তিনি স্বীকার করেন তার কাছে স্বর্ণ রয়েছে।

পরে তার প্যান্টের পকেট থেকে ছয়টি স্বর্ণের বার (ওজন ৬৯৬) বের করা হয়। তিনি এই স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান আরো বলেন, কুচক্রীমহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

LEAVE A REPLY