রাজার রাজ্যাভিষেক : বাকিংহাম প্রাসাদে সাজ সাজ রব

বুধবার বাকিংহাম প্রাসাদে চার্লস ও ক্যামিলা। ছবি : এএফপি

রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক অভিষেকের অপেক্ষায় যুক্তরাজ্যের মানুষ। লন্ডনের দিকে নজর বিশ্বজুড়ে থাকা ব্রিটিশ রাজতন্ত্রের বহু অনুরাগী আর কৌতূহলী মানুষের। আগামীকাল শনিবার থেকে এর আনুষ্ঠানিকতা শুরু হবে।

গত বছরের ৮ সেপ্টেম্বর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে বসেন তাঁর বড় ছেলে ৭৪ বছর বয়সী চার্লস। আগামীকাল আনুষ্ঠানিকভাবে তাঁরই রাজ্যাভিষেক হবে। যুক্তরাজ্যের বিভিন্ন উদ্যান, রাস্তা ও জনসমাগমের জায়গায় বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠান দেখানোর জন্য। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম অনুষ্ঠান সম্প্রচার করতে প্রস্তুতি সেরেছে।

শনিবার বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার পর্যন্ত প্রায় সোয়া মাইল দীর্ঘ শোভাযাত্রা হবে। এতে রাজা চার্লস কী পোশাক পরবেন এবং তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা পার্কারের সাজসজ্জাই বা কেমন হবে, তা নিয়ে সংবাদমাধ্যমে বিস্তর আগ্রহ তৈরি হয়েছে। এর আগে ১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক ব্রিটিশদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছিল।

অভিষেকে ফ্রান্স, জার্মানিসহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান কিংবা রাষ্ট্রীয় প্রতিনিধিরা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জড়ো হবেন। তবে থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর জায়গায় স্ত্রী জিল বাইডেন থাকবেন।

সূত্র : এএফপি, গার্ডিয়ান

LEAVE A REPLY