‘মাঠে ২২ জন ফিল্ডার থাকলেও গ্যাপ বের করে ফেলবে সূর্য’

Surya Kumar Yadav of Mumbai Indians raises his bat after scoring a fifty during match 44 of the TATA Indian Premier League 2022 (IPL season 15) between the Rajasthan Royals and the Mumbai Indians held at the DY Patil Stadium in Mumbai on the 30th April 2022 Photo by Deepak Malik / Sportzpics for IPL

ছবি : বিসিসিআই

বুধবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মোহালিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে মুম্বাই। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও উইকেটরক্ষক জিতেশ শর্মার ব্যাটিংয়ে ২০ ওভারে ৩ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব। চতুর্থ উইকেটে ৫৩ বলে অবিচ্ছিন্ন ১১৯ রান যোগ করেন তারা।

৭টি চার ও ৪টি ছক্কায় ৪২ বলে অপরাজিত ৮২ রান করেন লিভিংস্টোন। ২৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন জিতেশ। মুম্বাইয়ের স্পিনার পিযুষ চাওলা ২ উইকেট নেন। রান তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা শূন্য ও অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন ২৩ রানে বিদায় নেন। তৃতীয় উইকেটে ৫৫ বলে ১১৬ রান তুলে মুম্বাইয়ের জয়ের পথ তৈরি করেন ইশান কিশান ও সূর্যকুমার যাদব। ৭টি চার ও ৪টি ছক্কায় ৪১ বলে ৭৫ রান করেন কিশান। ৮টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৬৬ রান করেন সূর্য।

শেষ দিকে তিলক ভার্মার ১০ বলে অপরাজিত ২৬ ও টিম ডেভিডের ১০ বলে অপরাজিত ১৯ রানে ৭ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় মুম্বাই। ম্যাচ সেরা হন কিশান। তবে এই ম্যাচে সূর্যকুমারের ব্যাটিং আরো একবার মুগ্ধ করেছে সাবেক পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়াকে। নিজের ইউটিউব চ্যানেলে কানেরিয়া বলেন, ‘সূর্যকুমার যেভাবে ব্যাট করতেছিল, শিখর ধাওয়ান (পাঞ্জাব অধিনায়ক) কোনো পথই খুঁজে পাচ্ছিল না। ১১ খেলোয়াড়ের কথা বাদ দেন, মাঠে যদি ২২ জন ফিল্ডারও থাকে তবু সূর্য সহজেই গ্যাপ বের করে ফেলবে। সে পয়েন্টের ওপর দিয়ে একটা ছক্কা হাঁকাল, এরপর ফ্লিক শটেও বলকে মাঠের বাইরে পাঠাল। বোলিং করার জন্য বোলাররা কোনো জায়গাই পাচ্ছিল না।’

LEAVE A REPLY