মেট্রোতে ঢিল ছোড়ার স্থান শনাক্ত, ব্যক্তিকে খুঁজছে পুলিশ

রাজধানীর শেওড়াপাড়া এলাকার মেট্রো রেলে ঢিল ছোড়া হয়েছিল যে ভবন থেকে, সেটি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢিল ছোড়ার এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ভবনটি শনাক্ত করা হয়।

শনিবার (৬ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক এ তথ্য দেন।

তিনি বলেন, আশপাশের সিসি ক্যামেরা দেখে ঢিল ছোড়ার ভবনটি চিহ্নিত করা হয়েছে। যে বা যারাই ঢিল ছুড়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত রবিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে শেওড়াপাড়া এলাকায় মেট্রো রেল লক্ষ্য করে ঢিল ছুড়লে একটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।

সে সময় কর্তৃপক্ষ জানায়, গ্লাসে ঢিল লাগায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

LEAVE A REPLY