রূপগঞ্জে স্টিল মিলে আগুন : চলে গেলেন দগ্ধ জুয়েলও

নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্টিল মিলে আগুনের ঘটনায় দগ্ধ মো. জুয়েল (৩৫)  নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জনে।

আজ শনিবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৯৭ শতাংশ দগ্ধ ছিল বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ইব্রাহিম নামে আরো একজন চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY