‘সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা দেবে দিবাযত্নকেন্দ্র’

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে নিরাপদ পরিবেশের প্রয়োজনীয়তা উল্লেখ করেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, দিবাযত্নকেন্দ্রের মাধ্যমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। সুবিধাবঞ্চিত পরিবারগুলো কিভাবে দিবাযত্নকেন্দ্রের সুবিধা ভোগ করতে পারে সে বিষয়ে বক্তারা আলোচনা করেন।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে উৎস বাংলাদেশের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের দিবাযত্নকেন্দ্র নিয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর নেতৃবৃন্দ তাদের মতামত উপস্থাপন করেন।

আলোচকেরা বলেন, শুধুমাত্র নৈতিক অবস্থান থেকে নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য দিবাযত্নকেন্দ্রের গুরুত্ব অপরিহার্য। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে উপযুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। এটি শুধু বাবা-মা নয়, বরং সমাজের সম্মিলিত দায়িত্ব। সবার সহযোগিতামূলক মনোভাব ও অংশগ্রহণ প্রয়োজন।

উৎস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহমুবা মাহমুদ বলেন, বর্তমানে সুবিধাবঞ্চিত শ্রেণির কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য একটি শিশু দিবাযত্ন কেন্দ্র মডেল নিয়ে কাজ করছি। যা কমিউনিটির উদ্যোগ ও অংশগ্রহণে কার্যকরীভাবে পরিচালনা করা সম্ভব। নিজ নিজ জায়গা থেকে সবাই এ বিষয়ে দায়িত্ব নিলে প্রতিটি শিশু হয়ে উঠবে সম্ভাবনাময় নাগরিক, আমরা পাব সুবিশাল মানবসম্পদ। উৎস বাংলাদেশ ইতোমধ্যে বহু শিশুর জীবন বদলে দিয়েছে।

মঙ্গলদ্বীপ ফাউন্ডেশরে সভাপতি সারা যাকেরের সভাপতিত্বে মতবিনিময়সভা পরিচালিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং উৎসব বাংলাদেশের সদস্য সচিব শ্রাবন্তী দত্ত

LEAVE A REPLY