খিলক্ষেত থেকে তেজগাঁও কলেজ ছাত্রের লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার একটি ডোবা থেকে এক কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম একরামউল্লাহ (২৩)। তিনি তেজগাঁও কলেজের অ্যাকাউন্টিং বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (০৬ মে) বিকেলে খিলক্ষেত থানাধীন নূরপাড়ার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় একরামউল্লাহর বাবা মো. কবির হোসেন মোল্লা খিলক্ষেত থানায় অজ্ঞাত আসামি দিয়ে হত্যা মামলা দায়ের করেছেন। 
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তার ক’জন বন্ধুর সঙ্গে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব ছিল। ওই কারণে তাকে হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

খিলক্ষেত থানার ওসি কাজী শাহান হক কালের কণ্ঠকে বলেন, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ডুমনি এলাকার বাসা থেকে বের হয়েছিলেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। শনিবার তার মরদেহ পাওয়া গেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা কোথায় কিভাবে হত্যা করেছে সে বিষয়টি তদন্ত করে বের করার চেষ্টা চলছে। আমাদের পুলিশ মাঠে কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY