প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
জরুরি অবস্থায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার দিন ৭ মে। ২০০৭ সালের এই দিনে তিনি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থার সময় মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফেরেন। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিকূলতাকে উপেক্ষা করে আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার দিনটিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবেন দলের নেতাকর্মীরা।
২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যাওয়ার পর শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার চেষ্টা চালায় সে সময়ের তত্ত্বাবধায়ক সরকার। তাঁকে বহন না করতে এয়ারলাইনসগুলোকে চাপ দেওয়া হয়। বৈধ টিকিট থাকার পরও ব্রিটিশ এয়ারওয়েজের বিমান শেখ হাসিনাকে দেশে আনতে অস্বীকৃতি জানায়। পরে শেখ হাসিনার দেশে ফেরার নিষেধাজ্ঞা তুলে নেয় তত্ত্বাবধায়ক সরকার। ৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ঢাকায় ফিরে এলে লাখো জনতা তাঁকে সাদর অভ্যর্থনা জানায়। ঢাকা বিমানবন্দর থেকে মিছিল-শোভাযাত্রা সহকারে তাঁকে ধানমণ্ডিতে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে নিয়ে আসে।
২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। প্রায় এক বছর কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ১১ জুন প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। এরপর আরো দুইবার টানা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।
গতকাল আওয়ামী লীগ এক বিবৃতিতে শেখ হাসিনার দেশে ফেরার দিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানায়।