আসন্ন অ্যালবামের ঘোষণা দিলেন টেলর সুইফট

টেলর সুইফট

নিজের পরবর্তী অ্যালবামের ঘোষণা দিলেন বিশ্বখ্যাত পপতারকা টেলর সুইফট। গায়িকা জানিয়েছেন, পরবর্তী অ্যালবামটি গায়িকার পুনঃরেকর্ড করা স্টুডিও অ্যালবাম হবে যার নাম ‘স্পিক নাউ’।

গ্র্যামি-বিজয়ী গায়িকা শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা করেন। তার চলমান ইরাস ট্যুরের পরবর্তী তিনটি শোয়ের একটি তার নিজের শহর ন্যাশভিল শহরে করছেন গায়িকা। সেখানেই এই ঘোষণা দেন তিনি। টেলর আরো জানিয়েছেন, তার অনুরাগীরা ৭ জুলাই পুনরায় রেকর্ড করা স্টুডিও অ্যালবামটি শোনার আশা করতে পারেন। ২০১০ সালে প্রথম প্রকাশিত হয় অ্যালবামটি।

টুইটারে টেলর লিখেছেন, “স্পিক নাউ-এর আমার সংস্করণ ৭ই জুলাই প্রকাশিত হবে। আমি প্রথমে ‘স্পিক নাউ’ তৈরি করেছি। এটি আমার ১৮ থেকে ২০ বছর বয়সের মধ্যে সম্পূর্ণ নিজের লেখা গানের একটি অ্যালবাম। গানগুলোতে আমার জীবনের সেই সময়ের নির্মম সততা, বাস্তব স্বীকারোক্তি এবং বন্য আকাঙ্ক্ষা ফুটে উঠেছিল।”

2

টেলর আরো লিখেছেন, “আমি এই অ্যালবামটি পছন্দ করি কারণ এটি আমার বড় হয়ে ওঠা, উড়ন্ত সময় এবং বিধ্বস্ত হওয়ার গল্প বলে। ছয়টি অতিরিক্ত গানের সাথে এটি নতুন করে আপনাদের সাথে উদযাপন করার তীব্র অপেক্ষায় আছি।”

২০২১ সালে প্রকাশিত টেলরের ফিয়ারলেস (টেলর ভার্সন) এবং রেড (টেলর ভার্সন)-এর পরে এবার ‘স্পিক নাউ’ (টেলর ভার্সন) মুক্তি দিতে চলেছেন গায়িকা। ২০১৯ সালে টেলর সুইফট বলেছিলেন যে তিনি তার সঙ্গীত জীবনের শুরুর দিকের ছয়টি অ্যালবামের মাস্টার রেকর্ডিং কিনতে অক্ষম হওয়ায় তার প্রথম ছয়টি স্টুডিও অ্যালবাম পুনরায় রেকর্ড করার পরিকল্পনা করছেন। সেগুলো পুনরায় রেকর্ড করার মাধ্যমে তিনি অ্যালবামগুলোর ‘মাষ্টার’ মালিক হতে পারবেন।

সূত্র : সিএনএন নিউজ

LEAVE A REPLY