আসাম রাইফেলস কর্মীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী সহিংসতা আক্রান্ত মণিপুর রাজ্যে উদ্ধার অভিযান পরিচালনা করছে৷ ছবি : এএনআই
স্বাভাবিক হচ্ছে মণিপুর। ধীর লয়ে হলেও ক্রমেই ছন্দে ফিরছে ভারতের মণিপুর। পরিস্থিতির ওপর নজর রাখছে সেনাবাহিনী। বেশ কিছু জায়গায় কারফিউ শিথিল করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, গত ৩ মে থেকে চলা সংঘর্ষে রাজ্যে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৩১ জন। মণিপুরজুড়ে অন্তত এক হাজার ৭০০ বাড়ি পুড়েছে। যদিও শেষ ২৪ ঘণ্টায় নতুন করে সংঘর্ষ বা গোলমালের খবর নেই।
রাজ্যের ১১ জেলাতেই প্রয়োজন মতো কার্ফিউ শিথিল করা হয়েছে মঙ্গলবার থেকে। নতুন করে গোলমালের খবর পাওয়া যায়নি। পুরো পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রয়েছে সেনাবাহিনীরও। রাজ্য প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘রাজ্যের পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে গোলমাল হয়নি। তাই পশ্চিম ইম্ফল এবং পূর্ব ইম্ফলে ভোর ৫টা থেকে চার ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। অন্য ৯টি জেলাতেও এভাবেই দফায় দফায় কারফিউ শিথিল করা হচ্ছে।’
সরকারি সূত্রে জানা যায়, রাজ্যে ২৩ হাজারেরও বেশি মানুষ সহিংসতায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সেনাছাউনিতে নিয়ে রাখা হয়েছে। একাধিক শিবিরও চালাচ্ছে সরকার।
এদিকে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিকের পথে হলেও বিমানবন্দরে এখনো মানুষের ভিড়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এখনো অন্তত হাজার দুয়েক মানুষ মণিপুর ছাড়তে চেয়েও পারছেন না। আটকে পড়া মানুষের মধ্যে রয়েছেন অনেক রোগীও। ইম্ফল বিমানবন্দরে হাতে স্যালাইনের নল, ক্যাথেটার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বহু রোগীকে। তারা সবাই মণিপুর ছেড়ে নিরাপদ কোনো জায়গায় যেতে চাইছেন, অসুস্থ শরীরে। কিন্তু বিমান পরিবহন না থাকায় সেই আশা পূরণ হচ্ছে না।