লন্ডনে শো করতে গিয়ে রহস্যে জড়িয়ে পড়েন শ্রাবন্তী

অভীক পেশায় একজন কবি এবং গোয়েন্দা। তিনি একটি কেসের তদন্ত করতে লন্ডনে পৌঁছান। এটি একটি সিরিয়াল কিলিংয়ের কেস। অন্যদিকে একই সময় লন্ডনে আসেন হিয়াও। তার এখানে তখন একটি শো পড়ে। তিনি পেশায় রবীন্দ্র সংগীতশিল্পী। স্রেফ শো করতে এসে রহস্যে জড়িয়ে পড়েন হিয়া- সেটাই এ গল্পে দেখা যাবে।

আসছে নতুন বাংলা ছবি। সায়ন্তন ঘোষালের আগামী ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্যে’ চার বছর পর আবার জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। অভীকের চরিত্রে থাকবেন ঋত্বিক এবং হিয়ার চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। এটি একটি থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে। 

রবীন্দ্রজয়ন্তীর দিন মুক্তি পেল এ ছবির প্রথম পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে, মাঝে রবিঠাকুর দাঁড়িয়ে তার চিরাচরিত ভঙ্গিমায়। একদিকে ঝুলছে তার নোবেল। সঙ্গে রয়েছে রক্তমাখা একটি ছুরি। উপর থেকে ঝুলছে একাধিক লাল মলাটের বই, সঞ্চয়িতা এবং গীতবিতান। 

এ ছবির প্রযোজনা করছে এসকে মুভিজ। নিবেদনে অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা। গল্পকার হলেন সৌগত বসু। সংগীত পরিচালনায় দেবজ্যোতি মিশ্র।

সায়ন্তন ঘোষাল একাধিক ছবি নিয়ে আসছেন। এই গরমের ছুটিতে ১৯ মে মুক্তি পাচ্ছে টেনিদা। তার এ ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিককে। সঙ্গে থাকবেন গৌরব চক্রবর্তীও। এছাড়া তার পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ ‘হোমস্টে মার্ডারস’।

LEAVE A REPLY