‘দুপুর ১২টার দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপ’

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ দুপুর ১২টার দিকে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বৃহস্পতিবার সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ হিমাওয়ারির একটি ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য জানান।

মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানান, আজ সকাল ৭টায় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ হিমাওয়ারি ৯ ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট মেঘ সৃষ্টির ভিডিও সংগ্রহ করা হয়েছে। ভিডিওতে দেখে যাচ্ছে, গতকাল রাত ৮টা থেকে শুরু করে আজ বাংলাদেশ সময় সকাল ৬টা বেজে ২০ মিনিট পর্যন্ত গভীর নিম্নচাপটি কীভাবে সংগঠিত হচ্ছে। গভীর নিম্নচাপের কেন্দ্রটি অনেক সংগঠিত হয়েছে। ঘূর্ণিঝড়ের মেঘের ঘূর্ণনের ছবিও ষ্পষ্ট। ছবিটির গঠন দেখে আশঙ্কা করছি যে, আজ দুপুর ১২টার মধ্যে গভীর নিম্নচাপ অবস্থা থেকে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপটির কেন্দ্র বর্তমানে প্রায় ১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় শক্তিশালী হওয়ার অন্যতম বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এছড়াও বজ্রপাতের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গভীর নিম্নচাপের পশ্চিম পাশে ও পূর্ব পাশে তীব্র বজ্রপাত হচ্ছে। মেঘের মধ্যে তীব্র বজ্রপাত নির্দেশ করে যে মেঘের মধ্যে আন্দোলন চলছে ও মেঘের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

প্রসঙ্গত, এবারের ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘মোখা’। নামটি ইয়েমেনের দেওয়া। এবারের ঘূর্ণিঝড়ের আনুষ্ঠানিক নামকরণের দায়িত্ব ছিল ইয়েমেনের। মোখা শব্দের আক্ষরিক কোনো অর্থ নেই। ইয়েমেন তাদের বিখ্যাত বন্দর শহর মোখার নামে ঘূর্ণিঝড়ের এই নামকরণ করা হয়েছে।

LEAVE A REPLY