বাখমুতে ইউক্রেনের পাল্টা হামলার বিষয়ে যা বলল রাশিয়া

বাখমুত শহরে ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতির খবর প্রত্যাখ্যান করেছে রাশিয়া। শহরটির চারপাশে রুশ বাহিনীর কয়েকটি ফ্রন্ট লাইন ভেঙে পড়েছে, এক বিবৃতিতে বিষয়টি অস্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার টেলিগ্রাম চ্যানেলে গভীর রাতের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেন। খবর সিএনএনের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বাখমুতে অগ্রগতির বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে সেটি সত্য নয়।

রুশ বাহিনীর ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরিস্থিতি ঘুরে দেখে জানিয়েছেন দুই রুশ সামরিক ব্লগার। যেখানে ৯ মাস ধরে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্র দাবি করেছে, বাখমুতে পিছু হটছে মস্কোর সেনারা। এমনকি তাদের ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার প্রধানও দাবি করেছেন, একটি ব্রিগেডের সেনারা পালিয়ে গেছে।

এই খবর অস্বীকার করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বিমান ও কামানের সহায়তায় অ্যাসল্ট ইউনিটগুলো বাখমুতের পশ্চিম অংশে আরও অগ্রগতি করছে। তারা ইউক্রেনীয় সেনাদের মলোইলিনোভকার দিকে বের করে দেওয়ার জন্য লড়ছে।

শত্রুরা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে দাবি রুশ মন্ত্রণালয়ের।

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফের এক প্রতিবেদন বৃহস্পতিবার বাখমুতে একটি অগ্রসরের পরিস্থিতি বর্ণনা করে। এতে দাবি করা হয়েছে, ইউক্রেন বাহিনী রুশ যোদ্ধাদের ওপর চাপ তৈরি করছে এবং তাদের লাইনে দুর্বল জায়গাগুলো অনুসন্ধান করছে।

ইউক্রেনীয় এক সামরিক কর্মকর্তা দাবি করেন, কয়েক মাস অপেক্ষার পর তারা বাখমুতে শত্রুপক্ষের অবস্থানে পাল্টা আক্রমণ চালাচ্ছে।

LEAVE A REPLY