সংগৃহীত ছবি
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মো. মামুন (৩৭) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে।
গুরতর আহত অবস্থায় পথচারীরা মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী পথচারী রাকিব জানান, মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে মামুন রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে থানাকে অবিহিত করা হয়েছে।
মামুন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মৃত মাঈনুদ্দিনের ছেলে বলে জানা গেছে।